For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রে ক্ষমতায় থেকেই কংগ্রেসকে ভয় বিজেপির! মরুরাজ্যে 'ঘোড়া' কেনাবেচার রুখতে হাতকে অনুসরণ পদ্মের

রাজ্যসভা (Rajya sabha) নির্বাচনে (Election) আসন হারানোর ভয়ে বিধায়কদের আগেই উদয়পুরে রিসর্টে সরিয়েছে কংগ্রেস (Congress)। শান্তিতে নেই বিজেপিও (BJP)। ১০ জুনের রাজ্যসভা নির্বাচনের আগে বিধায়কদের নিরাপদে রাখতে তারাও

Google Oneindia Bengali News

রাজ্যসভা (Rajya sabha) নির্বাচনে (Election) আসন হারানোর ভয়ে বিধায়কদের আগেই উদয়পুরে রিসর্টে সরিয়েছে কংগ্রেস (Congress)। শান্তিতে নেই বিজেপিও (BJP)। ১০ জুনের রাজ্যসভা নির্বাচনের আগে বিধায়কদের নিরাপদে রাখতে তারাও প্রশিক্ষণ শিবিরের নামে বিধায়কদের সরানো শুরু করেছে অপর এক রিসর্টে। যা নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস।

 বিজেপি বিধায়কদের সরানো হচ্ছে রিসর্টে

বিজেপি বিধায়কদের সরানো হচ্ছে রিসর্টে

বিধায়কদের আগে থেকেই এব্যাপারে জানানো ছিল। এদিন দুপুরে তারা রাজ্য বিজেপি অফিসে পৌঁছে যান। তারপর তাঁদের দুটি বাসে করে রিসর্টে নিয়ে যাওয়া হয়।

প্রশিক্ষণ শিবিরের জন্য সরানো হয়েছে

প্রশিক্ষণ শিবিরের জন্য সরানো হয়েছে

রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, তাদের দল একটি প্রশিক্ষণ শিবির করতে চলেছে, সেই কারণে তাঁদের সরানো হয়েছে রিসর্টে। ব্যাখ্যা করে বলা হয়েছে, ওই শিবিরে বিধায়কদের রাজ্যসভা নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হবে।

কংগ্রেস আগেই বিধায়কদের সরিয়েছে রিসর্টে

কংগ্রেস আগেই বিধায়কদের সরিয়েছে রিসর্টে

অন্যদিকে রাজ্যে ক্ষমতায় থাকা কংগ্রেস তাদের বিধায়ক এবং কংগ্রেসকে সমর্থনকারী নির্দল বিধায়কদের উদয়পুরে রিসর্টে স্থানান্তরিত করেছে। স্পষ্টই তারা বিজেপির ঘোড়া কেনাবেচার আশঙ্কা করছে। কংগ্রেস যে রিসর্টে বিধায়কদের সরিয়েছে, সেখানেই কংগ্রেসের চিন্তন শিবির বসেছিল।
গত বুধ ও বৃহস্পতিবারে কংগ্রেস বিধায়কদের সেই রিসর্টে সরিয়ে নিয়ে গিয়েছে।
কংগ্রেস বিধায়কদের সরানোর খবরে বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোর মুখ্যমন্ত্রী গেহলটকে কটাক্ষ করে বলেছিলেন তিনি তো হাতির ব্যবসায় পারদর্শী ছিলেন। এব্যাপারে বলে রাখা ভাল ২০১৯-এ বহুজন সমাজপার্টির ছয় বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছিলেন। বিজেপি প্রশ্ন তুলেছিল মুখ্যমন্ত্রী কেন এত ভয় পাচ্ছেন। পাশাপাশি বিধায়কদের রিসর্টে রাখার টাকা কে দিচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছিল কংগ্রেস।

রাজস্থানে ৪ টি আসনে প্রার্থী ৫ জন

রাজস্থানে ৪ টি আসনে প্রার্থী ৫ জন

২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় ৪ টি আসনে এবার রাজ্যসভার নির্বাচন হতে চলেছে। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১০৮। অনায়াসেই তারা দুটি আসনে জয়ী হবে। দুটি আসনে জয়ী হওয়ার পরে কংগ্রেস ও তাদের সমর্থনকারী দলগুলির হিসেব মতো
২৬ টি ভোট উদ্বৃত্ত থাকবে। তৃতীয় আসন জিততে প্রয়োজনীয় ৪১ থেকে ১৫ টি কম। তিনটি আসন জিততে কংগ্রেসের লাগবে ১২৩ টি প্রথম পছন্দের ভোট। অন্যদিকে রাজস্থান বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৭১। একটি আসন জেতার পরে উদ্বৃত্ত ভোট থাকবে ৩০ টি।

তাপপ্রবাহ ১৪ রাজ্যে, জারি হলুদ সতর্কতা! ৩ রাজ্যে মুষলধারায় বৃষ্টির সম্ভাবনাতাপপ্রবাহ ১৪ রাজ্যে, জারি হলুদ সতর্কতা! ৩ রাজ্যে মুষলধারায় বৃষ্টির সম্ভাবনা

English summary
BJP has decided to shift their MLAs of Rajasthan to a resort like Congress fear of poaching
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X