For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্যায় বাংলায় মৃত শতাধিক, বিহার, উত্তরপ্রদেশেও মৃতের সংখ্যা ১৭০ ছাড়াল

বিহার ও উত্তরপ্রদেশে বন্যায় কম ক্ষয়ক্ষতি হয়নি। অতিবর্ষণ ও প্লাবনের জেরে এই দুই রাজ্যে অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

বন্যা ও প্লাবনে একেরপর এক জেলা সারা বাংলায় প্লাবিত হয়ে গিয়েছে। অন্তত এক কোটির বেশি মানুষ বন্যা পীড়িত, মৃতের সংখ্যা শতাধিক। পাশাপাশি বিহার ও উত্তরপ্রদেশেও বন্যায় কম ক্ষয়ক্ষতি হয়নি। অতিবর্ষণ ও প্লাবনের জেরে এই দুই রাজ্যে অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

বন্যায় বিহার, উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা ১৭০ ছাড়াল

বিহারের ১৮টি জেলা বন্যায় প্লাবিত। শুক্রবারই একদিনে ১১জন মারা গিয়েছেন। আরারিয়া জেলায় মৃত সর্বাধিক ২৩জন। এরপরে রয়েছে সীতামারী, কিষাণগঞ্জ, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, সুপাউলের মতো জেলা।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১১৪টি নৌকা, রাজ্য বিপর্যয় বাহিনীর ৯২টি নৌকা ও সেনার তরফে ৭০টি নৌকায় তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি উদ্ধারকার্য নামা ও ত্রাণ পৌঁছনোর কাজ করা হচ্ছে।

বুধবারের পর শুক্রবার আর একটি শিশু বিপর্যয় মোকাবিলা বাহিনীর নৌকায় জন্ম নিয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে। এর আগের ঘটনাটি ঘটেছিল মধুবনীতে।

সবমিলিয়ে বিহারে বন্যায় আপাতত ১৩০ জনের ও উত্তরপ্রদেশে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে বাহরাইচ জেলায় সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে।

English summary
Bihar and Uttar Pradesh Floods; Death toll rises to 170 in this two state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X