For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামবিলাস পাসোয়ানের মৃত্যুর তদন্ত দাবি মাঞ্ঝির! পাল্টা তোপ চিরাগের,বিহারের ভোট পারদ তুঙ্গে

রামবিলাস পাসওয়ানের মৃত্যুর তদন্ত দাবি মাঞ্ঝির! পাল্টা তোপ চিরাগের,বিহারের ভোট পারত তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

'কেন রামবিলাস পাসওয়ানের সঙ্গে কেবল ৩ জনকেই দেখা করতে দেওয়া হত?' এই প্রশ্ন তুলে রামবিলাস পাসওয়ানের মৃত্যু নিয়ে তদন্তের দাবি তুলল বিহারের অন্যতম রাজনৈতিক দল জিতন রাম মাঞ্ঝি। তাঁর দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

কী ঘটেছে?

কী ঘটেছে?

লোক জনশক্তি পার্টি প্রধান তথা চিরাগ পাসওয়ানের বাব রামবিলাস পাসওয়ানের প্রয়াণ কিছুদিন আগেই হৃদরোগের জেরে ঘটে। বিহার নির্বাচনের মুখে এমন পরিস্থিতি নিয়ে এলজেপি ভোটযুদ্ধে থেমে থাকেনি। বর্তমানে রামবিলাস পুত্র চিরাগের নেতৃত্বে দল বিহারে একা লড়ছে।

 মাঞ্ঝির দাবি

মাঞ্ঝির দাবি

এদিকে বিহার চিরাগ বিরোধী শিবিরের নেতা জিতন রাম মাঞ্ঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠিয়ে রামবিলাস পাসওয়ানের মৃত্যু নিয়ে তদন্তের দাবি তুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যু ও বিহার নির্বাচনে আচমকা তাঁর ছেলে এনডিএর হাত ছেড়ে বেরিয়ে আসা, সবমিলিয়ে বিহারে এক নতুন প্রশ্ন তুলে ধরেছেন মাঞ্ঝি।

 চিরাগের পাল্টা বাণ!

চিরাগের পাল্টা বাণ!

এদিকে, চিরাগ পাসওয়ান এই ইস্যুতে মুখ খুলে বলেন, ' প্রত্যেকে নিজের মতো করে রাজনৈতিক খেলা খেলছেন। ' এরপরই চিরাগ প্রশ্ন তোলেন, যখন রামবিলাস পাসওয়ান অসুস্থ ছিলেন তথন কেন কেউ তাঁকে হাসপাতালে দেখতে আসেননি?

 চিরাগ -রামবিলাস নিয়ে বিজেপি

চিরাগ -রামবিলাস নিয়ে বিজেপি

এর আগেই এনডিএর তরফে অবস্থান স্পষ্ট করে জানানো হয়েছে যে, রামবিলাস পাসওয়ানের দল এলজেপি যেন মোদীর ব্র্যান্ড নেম ব্যবহার করে ভোটে না প্রচার করেন। কারণ এনডিএর হাত এলজেপিই ছেড়েছে। এদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর দাবি, বিহারে রামবিলাস পাসওয়ান থাকলে, চিরাগকে এমন একার লড়াইতে লড়তে দিতেন না। ফলে বহু রাজনৈতিক অঙ্ক নিয়ে বিহারে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিহার নির্বাচন ২০২০ এর দ্বিতীয় দফা কেন গুরুত্বপূর্ণ ! ২০১৫ ভোটের ফলাফলে হারজিতের পরিসংখ্যান একনজরেবিহার নির্বাচন ২০২০ এর দ্বিতীয় দফা কেন গুরুত্বপূর্ণ ! ২০১৫ ভোটের ফলাফলে হারজিতের পরিসংখ্যান একনজরে

English summary
Bihar election, Nitish Kumar's ally Jitan Ram Manj questions over the death of Ramvilas Paswan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X