For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাল ঠাকরের উত্তরাধিকারকেই আঘাত! পর্বতের নিচে শিবসেনা, রাজনৈতিক পর্যবেক্ষকদের মন্তব্যে জল্পনা

১৯৬৬-র জুনে শিবাজি স্টেডিয়ামে মহারাষ্ট্রীয় গর্ব জাগ্রত করে শিবসেনা প্রতিষ্ঠা করেছিলেন বাল ঠাকরে।

  • |
Google Oneindia Bengali News

১৯৬৬-র জুনে শিবাজি স্টেডিয়ামে মহারাষ্ট্রীয় গর্ব জাগ্রত করে শিবসেনা প্রতিষ্ঠা করেছিলেন বাল ঠাকরে। প্রায় ৫৩ বছর পরে তাঁরই পুত্র উদ্ধব ঠাকরে তাঁর পদ্ধতিতেই যেন আঘাত করেছিলেন, যখন তিনি কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট গড়ার কথা ঘোষণা করেছিলেন। মহারাষ্ট্রের রাজনীতির সঙ্গে যুক্ত রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাল ঠাকরের রাজনীতির পদ্ধতি অপছন্দের বাইরে নয়।

বাল ঠাকরে আর আদিত্য ঠাকরের তফাত

বাল ঠাকরে আর আদিত্য ঠাকরের তফাত

বাল ঠাকরের রাজনীতি থেকে বর্তমান প্রজন্ম সরে আসছে তা আদিত্য ঠাকরের প্রচার থেকেই বোঝা গিয়েছিল। যেখানে বাল ঠাকরে অন্য প্রদেশের লোকজনকে মহারাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিরোধী ছিলেন, সেখানে, আদিত্য ঠাকরে প্রচারে বিভিন্ন জায়গায় গিয়েছে এবং তেলেগু এবং অন্য ভাষায় কথা বলেছেন। এমনটাই বলছেন মহারাষ্ট্রের রাজনৈতিক পর্যবেক্ষকরা।

হিন্দুত্ব অ্যাজেন্ডাকে পিছনে পাঠানো

হিন্দুত্ব অ্যাজেন্ডাকে পিছনে পাঠানো

শুরু থেকেই হিন্দুত্বকেই হাতিয়ার করেছে শিবসেনা। কিন্তু হঠাৎই দেখা গেল হিন্দুত্বের অ্যাজেন্ডাকে তারা পিছনে পাঠিয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক নীলাঞ্জন মুখোপাধ্যায় মনে করছেন, বাল ঠাকরের মারাঠি মানুষ স্লোগান এবং হিন্দুত্বকে জানালার বাইরে বের করে দেওয়ার পরে শিবসেনা পর্বতের একেবারে নিচে পৌঁছে গিয়েছে।

সম্পর্ক এখন কংগ্রেস আর এনসিপির সঙ্গে

সম্পর্ক এখন কংগ্রেস আর এনসিপির সঙ্গে

এর আগে বিজেপির সঙ্গে সম্পর্ক যতটাই খারাপ পর্যায়ে পৌঁছক না কেন, তাদের সঙ্গে জোট করেছে শিবসেনা। কিন্তু এখন সেই বিজেপি আর হিন্দুত্বকে ছেড়ে উদ্ধব ঠাকরের নেতৃত্ব এখন হাত মিলিয়েছে কংগ্রেসের সঙ্গে। বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দলের অনেক নেতাই খুশি নন

দলের অনেক নেতাই খুশি নন

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শিবসেনা এখন আদর্শের পুনর্নবীকরণ করেছে। এখন দেখতে হবে, তারা এর ওপর নির্ভর করে কতটা পথ যেতে পারে। তাদের মূল সমর্থকরা, তাদের কতটা সমর্থন করেন। যদি এই রাজনীতি তাদের মূল সমর্থকদের পছন্দ না হয়, তাহলে রাজনীতি থেকেই হারিয়ে যাবে তারা। এমন কী দলের অনেক নেতাই উদ্ধব ঠাকরের এই রাজনীতিতে খুশি নন, তাঁর বাবার আদর্শ থেকে সরে আসা নিয়ে।

দলের এক নেতা বলেছেন, তাঁরা শিবসেনার অংশ। কেননা বাল ঠাকরেকে তাঁরা ভাল বাসতেন। এমন কী দেবেন্দ্র ফড়নবিশ কিংবা অন্য বিজেপি নেতারা বাল ঠাকরের বিরুদ্ধে কোনও কথা বলেননি। এখন যদি সেই পরিবারকেই টার্গেট করা হয়, তাহলে তা তাদের খারাপ লাগবে।

১৯৮৯ সালে উত্তর প্রদেশের রাজনৈতিক টানাপোড়েনের পুনরাবৃত্তি মহারাষ্ট্রে১৯৮৯ সালে উত্তর প্রদেশের রাজনৈতিক টানাপোড়েনের পুনরাবৃত্তি মহারাষ্ট্রে

English summary
Bal Thackeray's legacy is shunned when Uddhav aligned with Congress and NCP. In June 1966 Bal Thackeray at Shivaji Stadium aroused the Maharashtrian pride and founded Shiv Sena.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X