For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Assembly Election Result: পাঞ্জাবে ঝাড়ু-ঝড়ে বিধ্বস্ত মুখ্যমন্ত্রী চান্নি, পিছিয়ে সিধুও, আম আদমির বাজিমাত

Google Oneindia Bengali News

পাঞ্জাবে পালাবদল হতে চলেছে। এগজিট পোলকে সত্য প্রমাণ করে সরকার গড়ার দিকেই এগোচ্ছে আম আদমি পার্টি। আজ শুরু থেকেই টি ২০ মেজাজে এগোতে থাকে আপ। ঝাড়ুর ধাক্কায় বেহাল হেভিওয়েটরা। পোস্টাল ব্যালট গণনাতেই প্রতিপক্ষ দলগুলিকে অনেক পিছনে ফেলেছে আপ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী আপ নেতৃত্ব।

পাঞ্জাবে ঝাড়ু-ঝড়ে বিধ্বস্ত মুখ্যমন্ত্রী চান্নি

শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দুটি কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছেন নভজ্যোৎ সিং সিধুও। নিঃসন্দেহে এটি কংগ্রেসের পক্ষে বড় ধাক্কা। কংগ্রেস এখনও অবধি দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে অকালি দল-বিএসপি জোট। শেষ পাওয়া খবরে পিছিয়ে রয়েছেন সুখবীর সিং বাদল। সোনু সুদের বোন মালবিকা সুদ পিছিয়ে রয়েছেন মোগা কেন্দ্রে। পিছিয়ে রয়েছেন প্রকাশ সিং বাদল।

ইতিমধ্যেই আম আদমি পার্টির দফতরে উৎসবের মেজাজ লক্ষ্য করা যাচ্ছে। সকালেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান গুরুদ্বারে গিয়েছেন। অমৃতসর পূর্বে নভজ্যোৎ সিং সিধু রয়েছেন তৃতীয় স্থানে। মুখ্যমন্ত্রী চান্নি ভদৌর ও চামকৌর সাহিব থেকে লড়েছিলেন। তিনি পোস্টাল ব্যালট গণনা অনুযায়ী দুটি আসনেই পিছিয়ে রয়েছেন। বিজেপি পাঞ্জাবে দাগ কাটতে ব্যর্থ। অকালি দল ও বিএসপি জোট একটা সময় অবধি কংগ্রেসের সঙ্গে দ্বিতীয় স্থানের জন্য সমানে সমানে টক্করে থাকলেও পরের দিকে পিছিয়ে যায়।

১১৭ আসনের পাঞ্জাব বিধানসভা কেন্দ্রে ১১৭টি আসনের মধ্যে সব কটি আসনের ট্রেন্ড সামনে এসেছে। সেই অনুযায়ী, এখনও অবধি আপ এগিয়ে রয়েছে ৮৪টি আসনে। আপের পাঞ্জাবের কো ইনচার্জ রাঘব চাড্ডা জানিয়েছেন, আপই কংগ্রেসের বিকল্প হয়ে উঠবে গোটা দেশে। কংগ্রেস আপাতত এগিয়ে ১৮টি আসনে। অকালি জোট ৯টি আসনে, বিজেপি জোট চারটি আসনে ও অন্যরা ২টি আসনে এগিয়ে রয়েছে। দিল্লিতেও চমক দেখিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার তাঁর দল আরও একটি রাজ্যে সরকার গড়তে চলেছে। গুড গভর্ন্যান্সেই পাঞ্জাবের মানুষ আস্থা রাখলেন বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কংগ্রেসের হাতছাড়া হলো আরও একটি রাজ্য। দলিত মুখ চান্নিকে সামনে রেখে ভোটে লড়েও লাভ হলো না। সিধুও যে এভাবে প্রত্য়াখ্যাত হবেন সেই আভাস আগে মেলেনি।

English summary
Assembly Election Results 2022 In Five States. Channi, Sidhu Trailing As Aam Admi Party Set To Form Government In Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X