For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকৃত ভারতীয়দের সুরক্ষিত রাখব, ভিডিও বার্তা অসমের মুখ্যমন্ত্রীর

হিংসা চলছে এতোদিন ধরে একটিবারের জন্যেও মুখ খোলেননি অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। অবশেষে রাজ্যবাসীর কথা মুখে আনলেন ভিডিও বার্তায়।

Google Oneindia Bengali News

হিংসা চলছে এতোদিন ধরে একটিবারের জন্যেও মুখ খোলেননি অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। অবশেষে রাজ্যবাসীর কথা মুখে আনলেন ভিডিও বার্তায়। টুইটারে একটি ভিডিএ বার্তায় সর্বানন্দ সোনওয়াল বলেছেন ভারতের প্রকৃত নাগরিকদের রক্ষা করা হবে। একই সঙ্গে যাঁরা হিংসায় প্ররোচনা দিচ্ছেন তাঁদের তীব্র আক্রমণ করেছেন তিনি। অসমিয়া ভাষায় দেওয়া ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন যাঁরা হিংসায় প্ররোচনা দিচ্ছেন তাঁদের চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া হবে।

প্রকৃত ভারতীয়দের সুরক্ষিত রাখব, ভিডিও বার্তা অসমের মুখ্যমন্ত্রীর

এদিকে আজই অসমের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। সেখানে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অসমের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন তাঁরা। কয়েকদিন আগেই আন্দোলকারীদের হামলার মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রীর কনভয়। এমনকী ডিব্রুগড়ে তাঁর বাসভবনেও হামলা চালায় আন্দোলনকারীরা।

রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাসের পর থেকেই উত্তাল হয়ে উঠেছে অসম। রাজ্যের অধিকাংশ জেলায় কার্ফু জারি করা হয়েছে। পুলিস পেট্রোলিং চলছে গুয়াহাটি শহরে। গুয়াহাটিতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সহকারী হাইকমিশনারও। এই নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে ডেকে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক।

নাগরিকত্ব বিলের প্রতিবাদ এবার রাজধানীতেও, বাসে আগুন নাগরিকত্ব বিলের প্রতিবাদ এবার রাজধানীতেও, বাসে আগুন

English summary
Assam CM post Vedio messge to protect genuine Indian
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X