For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুগল থেকে ভারত–বিরোধী অ্যাপ সরিয়ে দিতে কেন্দ্রের কাছে আর্জি পাঞ্জাব মুখ্যমন্ত্রীর

গুগল থেকে ভারত–বিরোধী অ্যাপ সরিয়ে দিতে কেন্দ্রের কাছে আর্জি পাঞ্জাব মুখ্যমন্ত্রীর

Google Oneindia Bengali News

শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন যে শিখ গণভোট ২০২০, ভারত–বিরোধী অ্যাপটিকে দ্রুত গুগল থেকে সরিয়ে দেওয়া হোক। এ বিষয়ে যেন কেন্দ্র গুগলকে নির্দেশ দেয়।

গুগল থেকে ভারত–বিরোধী অ্যাপ সরিয়ে দিতে কেন্দ্রের কাছে আর্জি পাঞ্জাব মুখ্যমন্ত্রীর


মুখ্যমন্ত্রীর দফতরের মুখপাত্র জানিয়েছে, '‌পাঞ্জাব মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন যে গুগল যাতে বিতর্কিত অ্যাপটি দ্রুত সরিয়ে ফেলে। রাজ্য সরকার এ বিষয়ে গুগলকেও জানাবে।’‌ মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর পুলিশের ডিজিপি দিনকার গুপ্তাও কর্তারপুর করিডর খোলার ঠিক আগে '‌২০২০ শিখ গণভোট’‌ অ্যাপ চালুর মাধ্যমে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কেন্দ্রীয় সুরক্ষা সংস্থাগুলির সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে। অমরিন্দর সিং বলেন, '‌এই অ্যাপটি সহজেই গুগল প্লে থেকে ডাউনলোড করা যাচ্ছে। এই অ্যাপটি তৈরি করার উদ্দেশ্যই হল শ্রী গুরু নানক দেবের ৫৫০তম প্রকাশ পূর্ব উদযাপনের সময় শিখ সম্প্রদায়কে আইএসআই এজেন্ডার মধ্য দিয়ে বিভক্ত করা।’‌ মুখ্যমন্ত্রী আরও বলেন, '‌কিভাবে আর কেন গুগল এ ধরনের উগ্রপন্থী অ্যাপকে তাদের সাইটে আপলোড করার অনুমতি দিল, এখন এটাই প্রথম প্রশ্ন গুগলের কাছে।’‌

অমরিন্দর সিং জানিয়েছেন যে গুগলের উচিত একটুও দেরি না করে এ ধরনের অ্যাপ তাদের প্লে স্টোর থেকে মুছে দেওয়া। যদি না গুগল কোনও চরমপন্থী গোষ্ঠীকে সমর্থন করতে না চায় তবে গুগল এক্ষুণি তা মুছে দিক। মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে জানান, এই ধরনের অ্যাপ দেশের তথা পাঞ্জাবের সুরক্ষা ব্যবস্থার প্রতি হুমকি। খুব শীঘ্রই পদক্ষেপ করতে হবে। পাকিস্তানের কর্তারপুর করিডর খুলে দেওয়া নিয়ে বরাবরই অমরিন্দর সিং সন্দেহ প্রকাশ করে জানিয়েছিলেন যে এর মাধ্যমে পাকিস্তান শিখ সম্প্রদায়ের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে তাদের বিভক্ত করতে চায় এবং এর পেছনে পাক মদতপুষ্ট আইএসআইয়ের হাত রয়েছে।

<br> 'খুশি নই, ফের আবেদনের চিন্তাভাবনা', অযোধ্যা রায়দানের পর বললেন ওয়াকফ বোর্ডের আইনজীবী
'খুশি নই, ফের আবেদনের চিন্তাভাবনা', অযোধ্যা রায়দানের পর বললেন ওয়াকফ বোর্ডের আইনজীবী

English summary
How and why Google allowed such an app to be uploaded by a known radical extremist group in the first place is questionable,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X