For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্মলের বাণীকে খন্ডন করে বেলুড় মঠ বলল, 'মায়ের অসম্মান দুঃসহ মনে হচ্ছে'

শ্রীশ্রীমা সারদা দেবী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন উলুবেড়িয়া'র তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। কার্যত তাঁর চোখে মমতাই শ্রীশ্রী মা। শাসকদলের বিধায়কের এহেন মন্তব্যে সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্কের ঝড়। এমনকি অনেকেই নানাধরণের মিম

  • |
Google Oneindia Bengali News

শ্রীশ্রীমা সারদা দেবী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন উলুবেড়িয়া'র তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। কার্যত তাঁর চোখে মমতাই শ্রীশ্রী মা। শাসকদলের বিধায়কের এহেন মন্তব্যে সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্কের ঝড়। এমনকি অনেকেই নানাধরণের মিম বানাতেও শুরু করেছে। যা নিয়ে চরম অস্বস্তি রাজ্য-রাজনীতিতে।

আর এই বিতর্কের মধ্যেই এহেন মন্তব্যের তীব্র বিরোধীতা করে এবার বিবৃতি পেশ করল রামকৃষ্ণ মঠ ও মিশন। যা নিঃসন্দেহে তৃণমূলের অস্বস্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

কি বলেছিলেন নির্মল?

কি বলেছিলেন নির্মল?

গত কয়েকদিন আগেই তৃণমূল বিধায়কের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। যেখানে নির্মলকে বলতে শোনা যাচ্ছে, মারা যাওয়ার কিছু দিন আগে স্বামী বিবেকানন্দের কিছু সতীর্থের সঙ্গে কথা বলেছিলেন মা সারদা। এখন যেখানে দিদি থাকেন, একবার খাল পেরিয়ে হরিশ চ্যাটার্জি রোড হয়েই কালীঘাটে যান তিনি। শুধু তাই নয়, মা বলেছিলেন কালীঘাটের কালীক্ষেত্রেই ফের নাকি জন্ম নেবেন। আর তা মানব শরীরে বলেও মন্তব্য করেন নির্মল। ত্যাগ, তিতিক্ষা, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাবেন বলেও মা নাকি বলেছিলেন বলে ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করতে শোনা যায় বিধায়কের মুখে।

নির্মলের চোখে মমতাই ফ্লোরেন্স নাইটিঙ্গল

নির্মলের চোখে মমতাই ফ্লোরেন্স নাইটিঙ্গল

আর এই বিষয়ে কথা বলতে গিয়ে পরিসংখ্যান এবং সংখ্যাতত্ত্বও তুলে ধরেন নির্মল। তাঁর বাণী, মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা। পরিসংখ্যান এবং সংখ্যাতত্ত্বের হিসেবে নাকি এটাই দেখা যাচ্ছে। এই বিষয়ে তাঁর বক্তব্য, সারদা মায়ের মৃত্যু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়কাল রয়েছে তাতে নাকি এই বিষয়টিই স্পষ্ট হচ্ছে। শুধু সারদাই নয়, নির্মলের চোখে মমতাই ফ্লোরেন্স নাইটিঙ্গল এবং সিস্টার নিবেদিতে......!!

কীভাবেই তা প্রকাশ্য সভায় বললেন

কীভাবেই তা প্রকাশ্য সভায় বললেন

আর এহেন মন্তব্যেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। আর এতেই ক্ষুব্ধ বেলুড় মঠ। একেবারে কড়া ভাষায় বিবৃতি দিয়ে কার্যত এহেন মন্তব্যে সাবধান হওয়ার কথাও তাঁরা জানাল। মঠের তরফে আজ বৃহস্পতিবার একটি বিবৃতি পেশ করা হয়েছে। আর পেশ করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। যদিও ওই ভিডিও বার্তায় সুবীরানন্দজি মহারাজ ওই নেতার নাম উল্লেখ করেননি। শ্রীশ্রীমা সম্পর্কে এই তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন মহারাজ। তিনি বলেন, কোথাও এমন তথ্য নেই। কোনও কারোর মুখে এমন বক্তব্যও শোনা যায়নি। ওই নেতা কোথা থেকে এহেন তথ্য পেলেন। আর কীভাবেই তা প্রকাশ্য সভায় বললেন...প্রশ্ন মঠের।

অসম্মান আমাদের দুঃসহ বলে মনে হচ্ছে

অসম্মান আমাদের দুঃসহ বলে মনে হচ্ছে

কার্যত কড়া ভাষায় নির্মলের মন্তব্যের সমালোচনা করে সুবীরানন্দজি মহারাজ বলেন, "আমরা আমাদের ক্ষোভ এবং মর্মবেদনা জানানোর কোনও ভাষা খুঁজে পাচ্ছিনা। সকলের মায়ের এই অসম্মান আমাদের দুঃসহ বলে মনে হচ্ছে। শুধু এটাই কামনা করব যেন কখনো কারও দ্বারা এই নজিরবিহীন ঘটনার পুনরাবৃত্তি না হয়।"

English summary
Belur Math claims it is disrespect to Sarada ma after Nirmal Majhi's comment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X