For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডোরা হেরেই চলেছেন! ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ফরাসি কিংবদন্তি?

  • |
Google Oneindia Bengali News

কোচ বদলের হাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডে। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে নেমে গিয়েছে ওলে গানার সলশেয়ারের দল। শেষ সাতটি ম্যাচে পাঁচটিতেই পরাজয়। গতকাল ম্যান ইউকে ৪-১ গোলে হারিয়ে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ওয়াটফোর্ড ষোড়শ স্থানে উঠে এসেছে। আর এই পরাজয়ের পরই পাকা হয়ে গিয়েছে সলশেয়ারের অপসারণ।

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ফরাসি কিংবদন্তি?

ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ওলে গানার সলশেয়ারকে ইতিমধ্যেই ম্যান ইউ কর্তারা জানিয়ে দিয়েছেন তাঁকে বরখাস্ত করার বিষয়টি। আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। ম্যান ইউ-র উপর্যুপরি ব্যর্থতার মধ্যে কয়েক দিন ধরেই সলশেয়ারের উপর কোপ পড়া নিয়ে জল্পনা চলছে। আগুনে ঘৃতাহুতি দিয়েছে দুর্বল ওয়াটফোর্ডের কাছে ৪ গোল হজম করে হারের বিষয়টি। ফুটবলাররাও নিশ্চিত নতুন কোচ আসতে চলেছেন।

গতকাল ওয়াটফোর্ড ম্যাচের পরই ক্লাবের কো-চেয়ারম্যান জোয়েল গ্লেজারের সঙ্গে বৈঠক করেন এগজিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড। তাতেই পাকা হয়ে গিয়েছে নতুন কাউকে কোচ করে আনার সিদ্ধান্ত। ভিলারিয়ালের বিরুদ্ধে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ওয়াটফোর্ডের কাছে হারের ধাক্কা কতটা সামাল দিতে পারবে ম্যান ইউ সেটাই দেখার। তবে ক্লাবের পারফরম্যান্সে কর্তাদের মতোই হতাশ সভ্য-সমর্থকরা।

লিভারপুলের কাছে ০-৫ গোলে হার কিংবা ম্যানচেস্টার সিটির কাছে ০-২ গোলে পরাজয়ের পরও ওলের উপর আস্থা হারাননি ম্যান ইউ কর্তারা। কিন্তু তারপরও সাফল্য না আসায় বাধ্য হয়েই নতুন ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত। মনে করা হচ্ছে, মঙ্গলবারের ম্যাচের আগেই সরিয়ে দেওয়া হবে নরওয়েইয়ান কোচকে। জানা গিয়েছে, ওলেকে সরানো হলেও তাঁর সাপোর্ট স্টাফদের সরানো হবে না। সেক্ষেত্রে ভিলারিয়াল ম্যাচে ড্যারেন ফ্লেচার, মাইকেল ক্যারিক দল নামানোর দায়িত্বে থাকতে পারেন। ফুটবলারদের খেলার মান নিয়েও অসন্তোষ বাড়ছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ফরাসি কিংবদন্তি?

এরই মধ্যে পরবর্তী ম্যানেজার হিসেবে যাঁর নাম সবচেয়ে বেশি উঠে আসছে তিনি হলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তাঁর সাফল্য, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সুসম্পর্ক জিদানকে এগিয়ে রাখছে। সম্প্রতি রোনাল্ডো বলেন, একজন ফুটবলারের আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামার ক্ষেত্রে সতীর্থ ও কোচেদের ভূমিকা থাকে। দলে সংশ্লিষ্ট ফুটবলারের যে গুরুত্ব রয়েছে সেই উপলব্ধি রোনাল্ডো রিয়ালে পেয়েছিলেন জিদানের কোচিংয়ে। সলশেয়ারের সঙ্গে গত জুলাইয়ে তিন বছরের চুক্তি হয়েছিল ম্য়ান ইউ-র। তাঁকে সরানো হলে সাড়ে সাত মিলিয়ন পাউন্ড দিতে হবে ম্যান ইউকে। তবে ক্লাব যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য রোনাল্ডো-জিদান যুগলবন্দিতেই আস্থা রাখতে চলেছে ম্যান ইউ, এমনটাই জল্পনা ব্রিটিশ সংবাদমাধ্যমে।

English summary
Zinedine Zidane May Replace Manager Ole Gunnar Solskjaer Who Is Set To Be Sacked By Manchester United. Club’s Co-chairman Joel Glazer And Executive Vice-Chairman Ed Woodward Held An Emergency Meeting After The 4-1 Defeat To Watford.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X