For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যশ ধুলের ভাবনায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল, গর্বিত পিতা বিজয় জানালেন বিশেষ গুণের কথা

  • |
Google Oneindia Bengali News

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এই নিয়ে ৮ম ফাইনাল খেলবে। গতকাল কুলিজে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে হারিয়ে টানা চতুর্থবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ম্যাচের সেরা অধিনায়কোচিত ১১০ রান করা যশ ধুল।

যশ ধুলের ভাবনায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল, গর্বিত পিতা বিজয় জানালেন বিশেষ গুণের কথা

দিল্লি থেকে উঠে এসে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক যশ ধুল। তাঁকে নিয়ে আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাবে। প্রথমবার বিশ্বকাপে শতরান, তার উপর আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে। যশ ধুলের নেতৃত্বে ভারত পঞ্চমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে কিনা তা বলবে সময়। তবে ধুলের ধামাকাদার ইনিংস প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। এর আগে, যখন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত খেলেছে তখন সেই দলের অনেকেরই প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছিল। করোনা পরিস্থিতিতে ক্রিকেট থমকে থাকায় ধুলের দল সেই সুবিধাটি পায়নি।

যশ ধুলের ভাবনায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল, গর্বিত পিতা বিজয় জানালেন বিশেষ গুণের কথা

এখনও অবধি ভারত ও ইংল্যান্ড চলতি বিশ্বকাপে অপরাজেয়। যশ ধুল বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রশ্ন নেই। বেসিকস ঠিক রেখেই নামব। ইংল্যান্ডের বোলিং শক্তি ভালো। ইতিবাচক মানসিকতা নিয়েই কাপ জিততে যে তাঁর দল মুখিয়ে রয়েছে, সে কথা স্পষ্ট ধুলের কথায়। গতকাল তিনি যখন ব্যাট করতে নামেন ভারত তখন ১২.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭। এরপর যশ ধুল ও শেখ রশিদ ২০৪ রানের পার্টনারশিপ গড়েন। ধুল বলেছেন, প্রথমদিকে উইকেটে ব্যাট করাটা সহজ ছিল না। চাপের মুখে প্রথমে দেখেশুনে খেলে শেষ ২০ ওভারে বড় রান তোলাই লক্ষ্য ছিল। রশিদ ভালো বন্ধু, আমরা একসঙ্গে অনেকটা সময় কাটাই। স্বাভাবিকভাবেই এই পার্টনারশিপটা হওয়ায় সুবিধা হয়েছে। কাট শট আর টম হুইটনিকে স্টেপ আউট করে ছক্কাটিকেই এই ইনিংসের পছন্দসই শট বলে চিহ্নিত করেছেন যশ ধুল।

আইসিসিকে দেওয়া সাক্ষাতকারে যশ ধুল বলেছেন, ছোটবেলায় মা আমাকে গলি ক্রিকেটে খেলতে দেখেছিলেন। আমার বাবাও ক্রিকেট খেলতেন। কিন্তু পিঠের চোটের কারণে খেলা ছাড়তে হয়। মূলত মায়ের উৎসাহেই আমার ক্রিকেট শুরু। যশের বাবা বিজয় ধুল বলেছেন, "যশের ক্রিকেটীয় মস্তিষ্ক ক্ষুরধার। দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। একবার আমাকে বলেছিল, ব্যাটারের দিকে নজর রাখে ভুল চিহ্নিত করতে। সেই অনুযায়ী কোন ব্যাটারের বিরুদ্ধে কোন বোলার সফল হবে এটা খুব দ্রুত বুঝতে পারে যশ। নিজেও একেবারেই চাপে থাকে না। একেকটা ম্যাচ ধরে এগোয়, এতে নিজের উপর চাপ তৈরি হয় না। আমরা পরিবারের সদস্যরাও চাপ অনুভব করি না।" বিজয় ধুল জানিয়েছেন, যশ ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন, এটাই তাঁদের কাছে বিরাট স্বস্তির। পুত্র যশের হাতে কাপ ওঠার বিষয়েও আত্মবিশ্বাসী গর্বিত পিতা। এই দলের অনেকেই খোলা মনে খেলাতেই সাফল্য আসছে বলে দাবি বিজয় ধুলের।

English summary
Vijay Dhull, Father Of Yash Dhull, Hails Son's Captaincy Qualities. He Is Also Confident Of India's Success In U19 World Cup Final Against England.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X