For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে যশ ধুলের শতরান, রশিদের সঙ্গে পার্টনারশিপে চাপে অস্ট্রেলিয়া

  • |
Google Oneindia Bengali News

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারতকে লড়াইয়ে রাখল যশ ধুলের অধিনায়কোচিত শতরান ও সহ অধিনায়ক শেখ রশিদের দায়িত্বশীল ৯৪ রানের ইনিংস। প্রাথমিক ধাক্কা কাটিয়ে এই দুই ক্রিকেটার গড়লেন ২০৪ রানের পার্টনারশিপ। ১০টি চার ও ১টি ছয়ের সাহায্যে যশ ধুল করেন ১১০ বলে ১১০। ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১০৮ বলে ৯৪ রান করেন রশিদ।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে যশ ধুলের শতরান, রশিদের সঙ্গে পার্টনারশিপে চাপে অস্ট্রেলিয়া

(ছবি- বিসিসিআই টুইটার)

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক যশ। ভারত ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৯০ রান। ৭.৪ ওভারে দলের ১৬ রানের মাথায় আউট হন অঙ্গকৃষ রঘুবংশী, তিনি ৩০ বলে ৬ রান করেন। ১২.৩ ওভারে পড়ে দ্বিতীয় উইকেট। অপর ওপেনার হার্নুর সিং ২৮ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ভারতের কোচ হৃষীকেশ কানিতকর দলের ইনিংসের শেষে বলেছেন, প্রথমদিকে সাবধানেই খেলা লক্ষ্য ছিল। পরের দিকে পিচে খেলা সহজ হয়ে যায়। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার প্রত্যাশামতোই পারফর্ম করেছে। পরিণত যশ ধুল ও তাঁকে যোগ্য সঙ্গত দেওয়া সহ অধিনায়ক শেখ রশিদের প্রশংসাও করেছেন কানিতকর।

৩৭ রানে দলের দ্বিতীয় উইকেট পড়ার পর ২০৪ রানের পার্টনারশিপ গড়েন ধুল ও রশিদ। দুজনেই বিশ্বকাপ চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন, এদিন তাঁরা ভারতকে দাঁড় করালেন শক্ত ভিতে। ৪৫ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার মেরে এবং চতুর্থ বলে দুই রান নিয়ে ১০৬ বলে শতরান পূর্ণ করেন যশ ধুল। পরের বলেই মারেন ছক্কা, শেষ বলে নেন ২। ১০৩ বলে ৯০ রানে ব্যাট করা ধুল এই ওভার শেষেই পৌঁছে যান ১০৮ বলে ১০৮ রানে। পরের ওভারে ধুল ১১০ রান করে রান আউট হন। তার ঠিক পরের বলেই আউট হন রশিদ, ৬ রানের জন্য শতরান হাতছাড়া করে। ৪৬ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৪১। উইলিয়াম সালজম্যান ৪৭তম ওভারটিতে কোনও রান দেননি। তবে টম হুইটনির শেষ ওভারে ওঠে ২৭ রান। ২টি করে চার ও ছয় হাঁকিয়ে ৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার দীনেশ বানা। নিশান্ত সিন্ধু অপরাজিত থাকেন ১০ বলে ১২ রানে। এই ওভারের শেষে হুইটনির বোলিং ফিগার দাঁড়ায় ৯ ওভার কোনও মেডেন নেই ৭৪ রানের বিনিময়ে কোনও উইকেট পাননি।

রাজবর্ধন হঙ্গরগেকর করেন ১৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে সফলতম জ্যাক নিসবেট ৯ ওভারে ১টি মেডেন-সহ ৪১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। উইলিয়াম সালজম্যান ১০ ওভারে ১টি মেডেন-সহ ৫৭ রান খরচ করে ২টি উইকেট দখল করেছেন। ভারত অধিনায়ক যশ ধুল স্ট্রোকপ্লেয়ার, তবে তিনি যেভাবে ১৯ বছর বয়সেও পরিণত ব্যাটিং করে ইনিংস গড়ার দিকে মনোযোগী থাকছেন তার প্রশংসা করেছেন ভারতীয় কোচ। যশের এই ইনিংস আইপিএল নিলামেও তাঁকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ বাড়াতে পারে অনেকটাই। ধুলের প্রশংসা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

English summary
India U19 Captain Yash Dhull Slams Hundred Against Australia In The Semi Final. Shaik Rashid Scored 94.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X