For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে যশ ধুলের ভারত মুখোমুখি ইংল্যান্ডের! সেমিফাইনালে পরাস্ত অস্ট্রেলিয়া

Google Oneindia Bengali News

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে টানা চতুর্থবার পৌঁছে গেল ভারত। চারবার ভারত এই বিশ্বকাপ খেতাব জিতেছে। ২০১৮ সালের পর এবার যশ ধুলের দলের সামনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। কুলিজে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে হারাল ভারত। জয়ের জন্য ২৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে অজিরা গুটিয়ে গেল ৪১.৫ ওভারে ১৯৪ রানে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড

(ছবি- বিসিসিআই টুইটার)

আজ কুলিজে টস জিতে ব্যাট করতে নেমে ভারত তুলেছিল ৫ উইকেটে ২৯০ রান। অধিনায়ক যশ ধুল ১১০ ও সহ অধিনায়ক শেখ রশিদ ৯৪ রান করেন। ৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন উইকেটকিপার দীনেশ বানা। জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়া ১৯৪ রানের বেশি এগোতে পারেনি। ভারতীয় স্পিনারদের সামনে একেবারেই স্বস্তিতে ছিল না কুপার কনোলির দল। লাচলান শ সর্বাধিক ৫১ রান করেন। কোরে মিলার ৩৮ ও ক্যাম্পবেল কেলাওয়ে ৩০ রান করেন। ১০১ রান ওঠার ফাঁকে অস্ট্রেলিয়ার অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। ভিকি অস্টওয়াল ১০ ওভারে ৪২ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। নিশান্ত সিন্ধু নেন ২৫ রানের বিনিময়ে ২ উইকেট। বাংলার রবি কুমার ৬ ওভারে ৩৭ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন। কৌশল তাম্বের ঝুলিতে গিয়েছে একটি উইকেট। বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদের পর ভারত অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শতরান করা যশ ধুলই ম্যাচের সেরা।

ভারত এই নিয়ে রেকর্ড সংখ্যক অষ্টমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল। এখনও অবধি ভারত ও ইংল্যান্ড চলতি বিশ্বকাপে অপরাজেয়। ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। অস্ট্রেলিয়া তিনবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেতাব জিতলেও এবার ফাইনালে উঠতে ব্যর্থ হলো। ১৯৮৮, ২০০২ ও ২০১০ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে।

ভারত ২০০০ সালে কলম্বোয় শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। এরপর বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে ভারত ফের এই বিশ্বকাপ জেতে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। ২০১২ ও ২০১৮ সালে ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল দুবারই অস্ট্রেলিয়াকে হারিয়ে। ২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ঢাকায় ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডে ভারত চ্যাম্পিয়ন হয় অজিদের হারিয়ে। ২০২০ সালে শেষ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকায় ভারত পরাস্ত হয়েছিল বাংলাদেশের কাছে। অ্যান্টিগায় ভারতের সামনে পঞ্চমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার হাতছানি।

English summary
India Beat Australia To Reach The Fourth Consecutive ICC U19 World Cup Final. Yash Dhull-Led Side Will Face England In ICC U19 WC Final On Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X