For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করে বিরাটের নজির স্পর্শ করলেন যশ, ডাগআউটে কী প্রতিক্রিয়া লক্ষ্ণণের, দেখে নিন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করে বিরাটের নজির স্পর্শ করলেন যশ, ডাগআউটে কী প্রতিক্রিয়া লক্ষ্ণণের, দেখে নিন

Google Oneindia Bengali News

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা থেকে মাত্র এক পা দূরে দাঁড়িয়ে রয়েছে তরুণ ভারতীয় দল। টুর্নামেন্টের সফলতম দল সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে পৌঁছে গিয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে। ওয়েস্ট ইন্ডিজের কলিজ ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার যুব দলকে ৯৬ রানে পরাস্থ করে ভারত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করে বিরাটের নজির স্পর্শ করলেন যশ, ডাগআউটে কী প্রতিক্রিয়া লক্ষ্ণণের, দেখে নিন

ভারতের এই দাপুটে জয়ের নেপথ্যে যাঁর অবদান সব থেকে বেশি তিনি হলেন দলের অধিনায়ক যশ ঢুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারের গুরুত্বপূর্ণ ম্যাচে শতরান আস যশের ব্যাট থেকে। ১১০ রানের ইনিংসের সৌজন্য প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একই তালিকায় উঠে এলেন ঢুল। এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে শতরান করেছেন বিরাট কোহলি এবং উন্মুক্ত চাঁদ।

তিন অঙ্কের রানে পৌঁছনোর পর হেলমেট খুলে শূন্য লাফিয়ে ওঠেন ঢুল। ভারতীয় দলের ডাগআউটও উঠে দাঁড়িয়ে অধিনায়কের এই ইনিংসকে শবাসি জানায়। ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র ভিভিএস লক্ষ্ণণকেও ডাগআউটনে বসে ঢুলের এই ইনিংসের প্রশংসা করতে দেখা যায়। রাহুল দ্রাবিড় ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদে ভিভিএস লক্ষ্ণণকে বসিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গেই রয়েছে লক্ষ্ণণ। ঢুলের শতরানের একটি ছোট ভিডিও নিজেরে ইনস্টাগ্রমে আপলোড করেছে আইসিসি।

যশ ঢুল পাশাপাশি এ দিন ভারতের এই সাফল্যের অপর নায়ক শেখ রশিদ। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন এই ক্রিকেটার। তাঁর ব্যাট থেকে আসে ৯৪ রান। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯০ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে দু'শো রান্ডের গণ্ডিও ছুঁতে পারেনি অস্ট্রেলিয়ার ইনিংস। ৪১.৫ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় অজিরা। ভারতের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন ভিকি ওস্তয়াল। দু'টি করে উইকেট নেন রবি কুমার এবং নিশান্ত সিন্ধু।

এই নিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে টানা চতুর্থবার পৌঁছে গেল ভারত। চারবার ভারত এই বিশ্বকাপ খেতাব জিতেছে। ২০১৮ সালের পর যশ ধুলের দলের সামনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। এখন দেখার যশের দল ভারতে পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাব এনে দিতে পারে কি না!

English summary
India beat Australian in the semifinal of u-19 world in West Indies. Indian Skipper yash dhul scored a century in the semifinal match of the tournament. Dhull joined an elite list of India U19 captains with a century in the tournament. Before him, Virat Kohli and Unmukt Chanda had achieved the same feat at the U19 World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X