For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পন্থ কাকভোরে গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছিলেন? প্রধানমন্ত্রী থেকে সতীর্থরা আরোগ্য কামনায়, কতদিন মাঠের বাইরে?

Google Oneindia Bengali News

দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ঋষভ পন্থ। তিনি নিজেই চালাচ্ছিলেন মার্সিডিজ গাড়ি। গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েন অজান্তেই। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে বেশ কয়েকবার পাল্টি মারে পন্থের গাড়ি। আগুন ধরে যায়। একটাই রক্ষা, জ্ঞান থাকায় গাড়ির জানালা ভেঙে বেরিয়ে আসেন পন্থ। গা়ড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে।

বড় আঘাত লাগেনি

বড় আঘাত লাগেনি

দিল্লি-দেরাদুন হাইওয়েতে পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তা নজর এড়ায়নি বাস ড্রাইভার সুশীল মানের। তাঁরই তৎপরতায় দ্রুত ঋষভ পন্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনকী আগুন লেগে যাওয়া গাড়ির কাছ থেকে তিনিই সরিয়ে এনেছিলেন পন্থকে। নয়তো বড় ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। পন্থের উপস্থিত বুদ্ধিতেও বড় কোনও চোট-আঘাত লাগেনি।

লিগামেন্ট ইনজুরি

লিগামেন্ট ইনজুরি

দুর্ঘটনাস্থল থেকে পন্থকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল রুরকির সক্ষম হাসপাতালের আপদকালীন বিভাগে। সেখানে পন্থের চিকিৎসা শুরু হয় ডা. সুশীল নাগারের তত্ত্বাবধানে। অল্পের মধ্যেই চিকিৎসকরা নিশ্চিত হন পন্থের কোনও ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে লিগামেন্টে চোট লেগেছে। হাঁটুর কাছে এই লিগামেন্টে চোট কতটা গুরুতর তা এমআরআই স্ক্যান রিপোর্ট স্পষ্ট করবে।

গুরুতর চোট নয়

গুরুতর চোট নয়

ডা. নাগারের কথায়, পন্থকে হাসপাতালে যখন নিয়ে আসা হয় তখন তাঁর জ্ঞান ছিল। আমি তাঁর সঙ্গে কথা বলি। পন্থ বলেন, তিনি মাকে সারপ্রাইজ দিতে না জানিয়েই বাড়ির অভিমুখে যাচ্ছিলেন। পন্থের পিঠে যে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে তা আগুনে পোড়ার ফলে হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। গাড়িতে আগুন জ্বলে যাওয়ায় পন্থ জানালা দিয়ে বেরিয়ে এসেছিলেন। রাস্তার উপর পড়ায় ঘষা খাওয়ার ফলেই এই চামড়া উঠে রক্ত বেরোতে থাকে। এটা বার্ন ইনজুরি নয়, ফলে গুরুতর কিছু নয়।

অস্ট্রেলিয়া সিরিজে খেলার সম্ভাবনা ক্ষীণ

অস্ট্রেলিয়া সিরিজে খেলার সম্ভাবনা ক্ষীণ

হরিদ্বার জেলার মাঙ্গলর শহরে মহম্মদপুর জাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। পন্থের মাথা, পিঠ ও পায়ে চোট লেগেছে। তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর কপালে আঘাত লাগলেও সেখানে সেলাইয়ের প্রয়োজন পড়েনি। ম্যাক্স হসপিটালে প্লাস্টিক সার্জেনের তত্ত্বাবধানেই চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে যে এক্স-রে করানো হয়েছিল তাতে হাড়ে চোট লাগার প্রমাণ মেলেনি। তবে ডান হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে। সাধারণ লিগামেন্টের চোট সারতে ২ থেকে ৬ মাস লাগে পুরোদমে ফিট হওয়ার জন্য ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। এপ্রিলে আইপিএল শুরু। ফলে স্ক্যান রিপোর্ট এলেই এবং পন্থ কতটা দ্রুত সেরে উঠছেন তার উপর নির্ভর করবে মাঠে ফেরার বিষয়টি। যদিও অস্ট্রেলিয়া সিরিজে যে খেলার সম্ভাবনা নেই সেটা বলাই যায়।

প্রধানমন্ত্রী থেকে সতীর্থদের বার্তা

ঋষভ পন্থের আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরাট কোহলি, লোকেশ রাহুল থেকে শুরু করে রচিচন্দ্রন অশ্বিন, শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা-সহ অনেক সতীর্থই সোশ্যাল মিডিয়ায় পন্থের দ্রুত সেরে ওঠার প্রার্থনা করেছেন। পন্থের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার দ্রুতই ফের মাঠে নেমে পড়তে পারবেন বলে আশাবাদী তাঁর সতীর্থরা।

English summary
PM Narendra Modi, Virat Kohli, KL Rahul, Wriddhiman Saha Among Those Who Are Praying For Quick Recovery Of Rishabh Pant. Pant Suffers Ligament Injuries Due To Car Accident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X