For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী হতে পারে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আদর্শ একাদশ - বেছে নিলেন ৯৬'এর অধিনায়ক

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশ বেছে নিলেন।

Google Oneindia Bengali News

বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে যোগ দেবেন এক বছর নির্বাসিত থাকা দুই ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তারমধ্যে ভারতে চলতি ওডিআই সিরিজে দারুণ ফর্মের প্রমাণ দিয়েছেন উসমান খোয়াজা ও অ্যাশটন টার্নার। কাজেই আসন্ন বিশ্বকাপে আদর্শ অস্ট্রেলিয় একাদশ কী হবে তাই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এর মধ্যেই তাঁর নিজের পছন্দের দল বাছলেন ১৯৯৬-এর বিশ্বকাপের অজি অধিনায়ক মার্ক টেলর।

বিশ্বকাপ ২০১৯এ অস্ট্রেলিয়ার প্রথম একাদশ - বাছলেন টেলর

স্মিথ ও ওয়ার্নার - দুজকেই দলে রেখেছেন তিনি। কিন্তু রাঁচিতে শতরান ও মোহালিতে ৯১ রান করা খোয়াজাকে দলে রাখেননি তিনি। মিডল অর্ডারে দুই অলরাউন্ডার হিসেবে বেছেছেন ম্য়াক্সওয়েল ও স্টইনিসকে। এক ইনিংসের পৎই টার্নার-এর উপর ভরসা করতে তিনি নারাজ। উইকেটরক্ষক বেছেছেন অ্য়ালেক্স কেরি-কেই।

পছন্দের তিন জোরে বোলার - স্টার্ক, কামিন্স এবং হ্য়াজেলউড। এক স্পিনার হিসেবে তিনি অবশ্য অস্ট্রেলিয়া দলের প্রথম পছন্দ জাম্পাকে রাখেননি। তাঁর পছন্দ নাথান লিয়ন।

বিশ্বকাপের জন্য মার্ক টেলরের অস্ট্রেলিয় একাদশ:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যালেক্স কেরি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেডউড, নাথান লিওন।

English summary
Former Australian captain Mark Taylor has picked his Australian playing eleven for ICC World Cup 2019.
 
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X