For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহিনের পর এবার ফিট ফখর জামান, টি ২০ বিশ্বকাপে পূর্ণশক্তি নিয়েই পাকিস্তান

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। যা স্বাভাবিকভাবেই বাড়িয়েছে মনোবল। ক্রাইস্টচার্চে আজ ফাইনাল চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন আসিফ আলি। ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছা়ড়লেও পরে ব্যাট করতে নামেন। রান পাননি। আসিফ আলির চোট পাক শিবিরকে কিছুটা চিন্তায় রাখলেও স্বস্তির খবরও সামনে এলো।

শাহিনের পর এবার ফিট ফখর জামান, স্বস্তি পাকিস্তানের

টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে ২৩ অক্টোবর। তার আগে প্রস্তুতি ম্যাচ রয়েছে। পাক শিবিরকে স্বস্তি দিয়ে ইতিমধ্যেই ফিট হয়ে গিয়েছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। হাঁটুর চোট সারিয়ে তিনি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও নামবেন। শাহিন শাহ আফ্রিদির পাশাপাশি এবার ফিট ফখর জামান। পাকিস্তানের এই নির্ভরযোগ্য ব্যাটারও হাঁটুর চোটে ভুগছিলেন। তাঁরও রিহ্যাব চলছিল। ফখর পাকিস্তানের হয়ে ৭১টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন, রান করেছেন ১৩৪৯। আটটি অর্ধশতরান রয়েছে। টি ২০-তে খেলেছেন ১৯৬টি ম্যাচ, ২টি শতরান ও ৩৬টি অর্ধশতরান-সহ ৪৯৮৭ রান রয়েছে তাঁর। এশিয়া কাপের ফাইনালের পর চোটের কারণে বাইরে ছিলেন।

ফখর টি ২০ বিশ্বকাপের আগে ম্যাচ ফিট হবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। পাকিস্তানের টি ২০ বিশ্বকাপ দলে রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু এখন পুরোপুরি সুস্থ ফখর। টি ২০ বিশ্বকাপের দলে পরিবর্তন আনার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময়সীমা ১৫ অক্টোবর। তার আগে আজ পিসিবির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, উসমান কাদিরের পরিবর্ত হিসেবে ফখর বিশ্বকাপের দলে এলেন। গত মাসে করাচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি ২০ আন্তর্জাতিক চলাকালীন কাদির ডান হাতের বুড়ো আঙুলে চোট পান। সামান্য চিড় ধরা পড়ে। ২২ অক্টোবরের মধ্যে তাঁর ফিট হওয়ার সম্ভাবনা নেই বলে পরিবর্ত ক্রিকেটার নেওয়া হলো বিশ্বকাপের দলে।

ফখর ও আফ্রিদি দুজনের হাঁটুর চোটের রিহ্যাব চলছিল। তাঁরা শনিবার ব্রিসবেনে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন। ১৭ অক্টোবর ইংল্যান্ড ও ১৯ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচেই খেলার জন্য তাঁরা প্রস্তুত। বিশ্বকাপের আগে দুই ক্রিকেটারকেই দেখে নেওয়া হতে পারে।

টি ২০ বিশ্বকাপে পাকিস্তান- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ। ট্রাভেলিং রিজার্ভ- মহম্মদ হ্যারিস, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

SMAT 2022: বাংলার বড় জয়, পৃথ্বীর শতরান,পূজারা ও ঋদ্ধির হাফ সেঞ্চুরি, চমক সচিন-পুত্র অর্জুনেরSMAT 2022: বাংলার বড় জয়, পৃথ্বীর শতরান,পূজারা ও ঋদ্ধির হাফ সেঞ্চুরি, চমক সচিন-পুত্র অর্জুনের

English summary
Fakhar Zaman Has Been Moved Into Pakistan's Squad Of 15 For The T20 World Cup. He Has Recovered From A Knee Injury.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X