For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SMAT 2022: বাংলার বড় জয়, পৃথ্বীর শতরান,পূজারা ও ঋদ্ধির হাফ সেঞ্চুরি, চমক সচিন-পুত্র অর্জুনের

Google Oneindia Bengali News

সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি ২০-তে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। যদিও আজ লখনউয়ে লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল ওডিশাকে উড়িয়ে দিল, দাপট দেখালেন বোলাররাই। এদিন মুম্বই বড় জয় পেয়েছে পৃথ্বী শ-র ঝোড়ো শতরানের সুবাদে। ঋদ্ধিমান সাহা ও চেতেশ্বর পূজারাও এদিন হাফ সেঞ্চুরি পেয়েছেন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম জয় বাংলার

বাংলা টস জিতে ওডিশাকে ব্যাট করতে পাঠিয়েছিল। ১৮.১ ওভারে ৮৬ রানে গুটিয়ে যায় অভিষেক রাউতের দল। রাউত ২১ বলে ২৪ রান করেন। মুকেশ কুমার ৩.১ ওভারে ১২ রানের বিনিময়ে নেন তিন উইকেট। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৩ ওভারে ২২ রান দিয়ে তিনটি উইকেট দখল করেনষ এক ওভারে ৪ রান খরচ করে ২ উইকেট নেন রণজ্যোৎ খৈরা। ৩ ওভারে ১০ রানের বিনিময়ে ১টি উইকেট নেন আকাশ দীপ। জবাবে বাংলা ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক অভিমন্য়ু ঈশ্বরন ৩৭ বলে ৩৭ ও অভিষেক পোড়েল ১৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন। রণজ্যোৎ গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। সুদীপ ঘরামি তিনে নেমে ৩৫ বলে ২৯ রান করেন।

ঋদ্ধিমান সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা এদিন তৃতীয় ম্যাচে দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হলো। ৫ ওভার বাকি থাকতে পাঞ্জাব জিতল ৯ উইকেটে। ঋদ্ধিমান সাহা ওপেন করতে নেমে সর্বাধিক ৫৫ বলে ৬২ রান করেছিলেন। তবে ত্রিপুরা ৭ উইকেটে ১১৮ রানের বেশি তুলতে পারেনি। সুদীপ চট্টোপাধ্যায় এদিন শূন্য রানে আউট হন। ৪৩ বলে ৫৭ রান করেন পাঞ্জাব উইকেটকিপার প্রভসিমরন সিং। সৌরাষ্ট্র ৯৭ রানে হারিয়েছে নাগাল্যান্ডকে। চেতেশ্বর পূজারা ওপেন করতে নেমে ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৬২ রান করেন। ৫১ বলে অপরাজিত ৯৭ করেন সমর্থ ব্যাস। নাগাল্যান্ড ৫ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে। হায়দরাবাদের কাছে ৩৭ রানে পরাস্ত হয়েছে গোয়া। তবে অর্জুন তেন্ডুলকর গোয়ার হয়ে একটি মেডেন-সহ ৪ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন।

টি ২০ বিশ্বকাপ বা ভারতের একদিনের দলে সুযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন পৃথ্বী শ। তাঁর ব্যাট কিন্তু কথা বলেই চলেছে। পৃথ্বী এদিন শতরান হাঁকালেন অসমের বিরুদ্ধে। ১৩টি চার ও ৯টি ছয়ের সাহায্যে তিনি ৬১ বলে ১৩৪ রান করেন। তিনিই এদিন মুম্বইকে নেতৃত্ব দেন। মুম্বই ৩ উইকেটে ২৩০ রান করেছিল। জবাবে ১৯.৩ ওভারে ১৬৯ রানে শেষ অসম।

 ইন্দোনেশিয়ার ফুটবল স্টেডিয়ামে ১৩০ জনের বেশি মানুষ পদপিষ্ট! মন্ত্রী জানালেন চাঞ্চল্যকর কারণ ইন্দোনেশিয়ার ফুটবল স্টেডিয়ামে ১৩০ জনের বেশি মানুষ পদপিষ্ট! মন্ত্রী জানালেন চাঞ্চল্যকর কারণ

English summary
SMAT 2022 Mukesh Kumar And Writtick Chatterjee Bag 3 Wickets Each, Bengal Beat Odisha. Prithvi Shaw Hits Hundred For Mumbai, Pujara And Wriddhiman Get 50s.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X