KYC মাত্র ১ টাকায়! সরকারি নিয়ম পরিবর্তন, এইসব গ্রাহকরা নতুন সিম কিনতে পারবেন না
সিমকার্ড (sim card) সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে সরকার। যদি কেউ নতুন সিম (sim) পেতে চান, .তাহলে এই প্রতিবেদনটি পড়তে হবে। সরকারি নিয়মের অধীনে একদিকে যেমন কিছু গ্রাহকের জন্য নতুন সিম পাওয়া সহজ হয়েছে অন্যদিকে কিছু গ্রাহকের ক্ষেত্রে নতুন সিম পাওয়া চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে।

অনসাইনে সিম
এখন গ্রাহকরা অনলাইনে একটি নতুন সিমের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে সিম কার্ডটি তাঁদের বাড়ি পৌঁছে যাবে।
এক্ষেত্রে UIDAI-এর যাচাইয়ের মাধ্যমে সিম কার্ড পাওয়া যাবে। অ্যাপ/পোর্টাল ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে মোবাইল সংযোগের জন্য আবেদন করতে পারবেন।

সিম কার্ড পাওয়ার নিয়মে পরিবর্তন
সিম কার্ড পাওয়ার নিয়মে পরিবর্তন করেছে সরকার। এখন কোনও কোম্পানি ১৮ বছরের কম বয়সীদের কাছে নতুন সিম বিক্রি করতে পারবে না। অন্যদিকে ১৮ বছরের বেশি বয়সের গ্রাহকরা নতুন সিমের জন্য আধার কিংবা ডিজিলকার-এ সংরক্ষিত যে কোনও নথি দিয়ে তা পেতে পারেন। সিম কার্ডের ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে, তা গত বছরের ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে, টেলিকম সংস্কার অংশ হিসেবে।

মাত্র ১ টাকায় কেওয়াইসি
নতুন নিয়মে গ্রাহকরা নতুন মোবাইল সিমের জন্য UIDAI-এর আধার ভিত্তিক ই-কেওয়াইসির সুবিধা পাবেন। সেক্ষেত্রে গ্রাহককে দিতে হবে মাত্র ১ টাকা।
এর আগে গ্রাহকদের প্রথম মোবাইল সংযোগের জন্য কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়েছিল। এছাড়াও টেলিকম সার্ভিস প্রোভাইডার সংস্থা পরিবর্তন কিংবা প্রিপেইড থেকে পোস্ট পেইডে পরিবর্তনের ক্ষেত্রে কেওয়াইসি লেগেছিল।

কারা নতুন সিম পাবেন না
টেলিকম ডিপার্টমেন্টের নতুন নিয়ম অনুসারে, যাদের বয়স ১৮ বছরের কম, তারা নতুন সিম পাবে না। এছাড়াও কোনও ব্যক্তি যদি মানসিকভাবে অসুস্থ হন, তাহলে সেই ব্যক্তিও সিম পাবেন না। যদি এই নিয়ম লঙ্ঘন করা হয়, তবে যে টেলিকম সংস্থা সিম বিক্রি করেছে, তাদেরকেই দোষী সাব্যস্ত করা হবে।