For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Life Certificate Last Date: ছোট্ট এই কাজ না করলে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে পেনশন পাওয়া

অবসরপ্রাপ্ত কর্মীদের মাসে মাসে পেনশন পাওয়ার ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট (life certificate) জমা দিতে হয়। আর এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরেই এই সার্টিফিকেট পোস্ট অফিস, ব্যাঙ্ক কিংবা বিভিন্ন financial সংস্থাতে জমা দ

  • |
Google Oneindia Bengali News

অবসরপ্রাপ্ত কর্মীদের মাসে মাসে পেনশন পাওয়ার ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট (life certificate) জমা দিতে হয়। আর এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরেই এই সার্টিফিকেট পোস্ট অফিস, ব্যাঙ্ক কিংবা বিভিন্ন financial সংস্থাতে জমা দিতে হয়। তবে এখন এই সার্টিফিকেট জমা দেওয়া অনেক সহজ হয়ে গিয়েছে।

এখন থেকে বাড়িতে বসেই এই লাইফ সার্টিফিকেট জমা করতে পারা যাবে। একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে বয়স্ক মানুষদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক সময়ে যদি না দেওয়া হয় এই সার্টিফিকেট তাহলে বন্ধ হয়ে যেতে পারে পেনশন।

জরুরি তথ্য

জরুরি তথ্য

প্রতি বছরে একবার পেনশনভোগীদের এই life certificate জমা দিতে হয়। এই বছর তা দিতে হবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে। আগামী ১ লা নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। পেনশন প্রাপকদের বয়স ৮০ বছরের বেশি হবে তাঁরা ১ লা অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত জীবন প্রমাণ পত্র জমা করতে পারবেন। ৮০ বছর বয়সের নীচে অবসরপ্রাপ্ত কর্মীরা ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর লাইফ সার্টিফিকেট জমা করা যাবে। ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের Doorstep service নিয়ে এবার এই সার্টফিকেট জমা দেওয়া যাবে।

বাড়িতেই পৌঁছে যাবে ব্যাংকিং সুবিধা

বাড়িতেই পৌঁছে যাবে ব্যাংকিং সুবিধা

অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের এবার আর কষ্ট করে লাইফ সার্ফিকেট জমা দেওয়ার প্রয়োজন নেই। ব্যাঙ্কের Doorstep service নিয়ে এবার এই সার্টফিকেট জমা দেওয়া যাবে। এই সমস্ত ব্যাঙ্ক যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা সহ একাধিক ব্যাঙ্ক এই পরিষেবা দিতে শুরু করেছে। এছাড়াও পেনশন প্রাপক মোবাইল, ওয়েবসাইট কিংবা টোল ফ্রি নম্বরে ফোন করেও এই সার্ভিস বুক করতে পারবেন। আর এই জন্যে গুগল প্লে স্টোর থেকে Doorstep ব্যাংকিং অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন রয়েছে। doorstepbanks.com-এই ওয়েবসাইটেও ক্লিক করতে হবে।

লাইফ সার্টফিকেট পোর্টালের মাধ্যমে

লাইফ সার্টফিকেট পোর্টালের মাধ্যমে

এই পোর্টালে https://jeevanpramaan.gov.in/ এর মাধ্যমে life certificate জমা দেওয়া যাবে। আর সেজন্যে প্রথমেই life certificate ডাউনলোড করতে হবে। আর এজন্যে পেনশনভোগীদের কাছে আধার নম্বর, মোবাইল নম্বর, পেনশনের টাইপ, পিপিও নম্বর খুব প্রয়োজনীয়। কীভাবে এর মাধ্যমে life certificate জমা দেবেন বিস্তারিত বলা রয়েছে পোর্টালে।

পোস্টম্যানের মাধ্যমেও জমা করা যাবে সার্টিফিকেট

পোস্টম্যানের মাধ্যমেও জমা করা যাবে সার্টিফিকেট

পোস্ট অফিসের মাধ্যমেও জীবন প্রমাণ পত্র জমা করা সম্ভব। ভারতীয় ডাকঘর সমস্ত পেনশনভোগীদের এই বিষয়ে তথ্য দিয়েছে। পোস্ট অফিস জানাচ্ছে, জীবন প্রমাণ সেন্টার কি আইডি অ্যাক্টিভেট করে নেওয়ার কথা বলা হয়েছে। সরকারের তরফে ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

English summary
Know the last date of submitting life certificate, if you fail pension can be stopped
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X