For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যগ্রহণের দিন পুরীর মন্দিরে কোন সময়ে কোন আচার অনুষ্ঠান পালন করা হবে, দেখে নিন

সূর্যগ্রহণের দিন পুরীর মন্দিরে কোন সময়ে কোন আচার অনুষ্ঠান পালন করা হবে, দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্রে যে কোনোও গ্রহণেরই একটি বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছরের দীপাবলির ঠিক পরের দিন ঘটবে বছরের শেষ এবং দ্বিতীয় সূর্যগ্রহন। এই গ্রহণের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই কারণে পুরীর মন্দিরে সেদিন আচার অনুষ্ঠানের সময়সূচী কিছু পরিবর্তন করা হয়েছে, তা দেখে নিন এক নজরে।

কখন শুরু হবে সূর্যগ্রহণ

কখন শুরু হবে সূর্যগ্রহণ

২৫ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার আংশিক সূর্যগ্রহণ ঘটবে। গ্রহণ ঘটার সময় বিকেল ৪টে ৫৬ মিনিট ৫২ সেকেন্ড মিনিটে থেকে ৬ টা ২৬ মিনিট ৫২ সেকেন্ড সময় পর্যন্ত। তাই সকাল ৪ টে ৪৭ মিনিট থেকে দেবতাদের রান্না করা, খাবার এবং যেকোনোও আচার অনুষ্ঠান করা নিষিদ্ধ। কারণ এই সময়টি মোটেও শুভ নয়।

 কোন কোন অনুষ্ঠান হবে দেখে নিন

কোন কোন অনুষ্ঠান হবে দেখে নিন

পুরীর মন্দিরে ঠিক রাত ১২ টায় শুরু হবে 'ফিতা' তারপর ২ টো ৩০ মিনিট থেকে ৩ টের মধ্যে হবে 'সাকালা ধূপা', ভোর ৪ টেয় অনুষ্ঠিত হবে 'বালা ধূপা', ভোর ৪ টে ৫৫ মিনিটে হবে 'ভোগ মণ্ডপ'। এই অনুষ্ঠানের পর 'রাধা দামোদর বেসা মইলাম' অনুষ্ঠানটি হবে, তারপর আয়োজিত হবে ''মহাস্নান' । এরপর অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সমস্ত সময়সূচী নির্ধারণ করেছেন ছাতিসা ও নিজোগ।

পুরী থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে

পুরী থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে

তবে, বছরের এই শেষ সূর্যগ্রহণটি পুরী থেকে দৃশ্যমান হবে। যেটি ১৬ মিনিট ২৬ সেকেন্ডের জন্য দেখা যাবে। তাই 'কাউনরিয়া' লাঠি পোড়ানো অনুষ্ঠানের ওপর কোনও নিষেধাজ্ঞা রাখা হয়নি। এই কারণে সোমবার, আজ মঙ্গু মঠ ও মা কাকুদিখাই মন্দিরে সকলে এই লাঠি পোড়াবেন। এই অনুষ্ঠানের জন্য প্রশাসনের তরফ থেকে এক বিশাল আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান যাতে খুব ভালোভাবে হয় তার জন্য দমকল কর্মীদের মোতায়েন করা হয়েছে। তাছাড়া এখানে জায়গাটি যাতে পরিষ্কার থাকে তার জন্য পৌরসভার কর্মীদের নিয়োগ করা হয়েছে। ২৫ অক্টোবর সূর্যগ্রহণের দিনটি ছুটি ঘোষণা করা হয়েছে।

কোন কোন কাজ সূর্যগ্রহণের একদমই করবেন না, দেখে নিন

কোন কোন কাজ সূর্যগ্রহণের একদমই করবেন না, দেখে নিন

সূর্য গ্রহণের সময় কখনোই দেবতাদের পুজো করবেন না

  • এই সময় রান্না না করাই ভালো
  • কোনও খাবার এই সময় খাবেন না
  • সূর্যগ্রহণের সময় কোনও গাছ স্পর্শ করবেন না
  • এই সময়ে কোনও শুভ কাজের কথা মুখেও আনবেন না
  • বাড়ির জানলা দরজা খোলা রাখবেন না
  • বিবাহিতরা এই সময়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না
  • গর্ভবতী মহিলারা সূর্যগ্রহণের বাড়ির বাইরে বেরোবেন না
  • এই সময়ে কোনও জিনিস কাটবেন না বা সেলাই করবেন না

দীপাবলিতে স্ফটিকের লক্ষ্মী ও গণেশের মূর্তি পুজো করা খুব শুভ, তবে কি এই স্ফটিক? দীপাবলিতে স্ফটিকের লক্ষ্মী ও গণেশের মূর্তি পুজো করা খুব শুভ, তবে কি এই স্ফটিক?

English summary
which time will which rituals be performed in the puri temple on solar eclipse day do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X