For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলিতে স্ফটিকের লক্ষ্মী ও গণেশের মূর্তি পুজো করা খুব শুভ, তবে কি এই স্ফটিক?

দীপাবলিতে স্ফটিকের লক্ষ্মী ও গণেশের মূর্তি পুজো করা খুব শুভ, তবে কি এই স্ফটিক?

  • |
Google Oneindia Bengali News

প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি উৎসব। চলতি বছরে দীপাবলি পালিত হবে ২৪ অক্টোবর অর্থাৎ আজকে এই উৎসব পালিত হবে। এদিন গণেশ ও মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। বাধা, বিঘ্ন থেকে মুক্তি দাতা হিসেবে আমরা গণেশকেই জানি। এই গণেশের আরাধনা করলে জীবনে কোন বাধা আসে না। আর মা লক্ষ্মী ধন ও সম্পদের দেবী বলেই জানি। তাই তার পুজো করলে কখনোও জীবনে অভাব আসে না। সকল কাজে এগিয়ে যাওয়া যায়। দীপাবলির দিন নানা ধরনের মূর্তি থেকে মাটির তৈরি মূর্তিও বিক্রি হয়, সেই মূর্তির পুজো করা শুভ, তা একবার দেখে নিন।


স্ফটিক কি?

স্ফটিক কি?

স্ফটিকের মূর্তি পুজো করা খুব শুভ। তবে কি এই স্ফটিক? এটি একটি 'হোয়াইট অ্যামেথিস্ট' নামে পরিচিত । এর ইংরেজি অর্থ হল 'রক ক্রিস্টাল', সংস্কৃতে এর নাম হল 'সিটোপাল', শিবপ্রিয়া ও কাঞ্চমণি নামে পরিচিত। স্ফটিক একটি বর্ণহীন, স্বচ্ছ, বিশুদ্ধ রত্নপাথর। এটি পুরো কাঁচের মতন দেখা যায়। তবে এটি কাঁচের থেকে অনেক বেশি লম্বা ও মোটা ধরনের হয়। এই ধরনের মূর্তি পুজো করা খুব শুভ বলে মনে করা হয়।

এতে শুক্রের দোষ দূর হবে

এতে শুক্রের দোষ দূর হবে

জ্যোতিষশাস্ত্রে স্ফটিকের তৈরি লক্ষ্মী গণেশের অনেক বেশি গুরুত্ব রয়েছে। ভগবান শিবের প্রিয় রত্নই হল এই স্ফটিক। এটি গণেশের কাছেও খুব প্রিয়। বাড়িতে ক্রিস্টালের মূর্তি ও স্থাপন করেন অনেকে। এটি করলে শারীরিক ও মানসিকভাবে সুখী হওয়া যায় এবং তাছাড়া পারিবারিকভাবে সুখী হওয়া যায়। যে সকল ব্যক্তির শুক্রের দোষ রয়েছে সেই দোষ দূর হবে, বিভিন্ন ক্ষেত্রে সকল বাধা কেটে যায়। সকল কাজে সফলতা পাবেন তারা। সেই সঙ্গে দেবতাদের বিশেষ কৃপা পাওয়া যায়।

 গণেশের পুজো করা শুভ

গণেশের পুজো করা শুভ

গণেশের মূর্তি যদি কোনও বাড়িতে রেখে পুজো করা হয় তাহলে ঘরে নেতিবাচক শক্তি চলে গিয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করে। জীবনের সাফল্য আসবে। সকল কাজে মানুষ এগিয়ে যেতে পারেন। তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবজায়। জীবনে সমস্ত বাধা কেটে যাবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

দীপাবলির দিনে কোন সময়ে লক্ষ্মী পুজো করলে সংসারে আসবে আর্থিক সুখ, দেখুনদীপাবলির দিনে কোন সময়ে লক্ষ্মী পুজো করলে সংসারে আসবে আর্থিক সুখ, দেখুন

English summary
in astrology worship crystal idols of laxmi and ganesha on diwali is very good do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X