For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ঘুরে আসুন গোয়ার অচেনা কয়েকটি সমুদ্র সৈকতে

  • |
Google Oneindia Bengali News

ভারতের সবচেয়ে ক্ষুদ্র রাজ্য গোয়া। তবে অর্থনীতির দিক থেকে বেশ কিছু রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে এটি। আর এর প্রধান কারণই হল এখানকার পর্যটন। [হানিমুনের মজা দ্বিগুণ হবে এই সমুদ্র সৈকতগুলিতে]

সমুদ্রকে কেন্দ্র করে এখানকার পর্যটন ব্যবসা গড়ে উঠেছে। অসাধারণ সুন্দর অসংখ্য সমুদ্র সৈকতের টানেই দেশি-বিদেশি লাখো লাখো পর্যটক গোয়ায় ঘুরতে আসেন। [ভারতের সেরা সানরাইজ ও সানসেট পয়েন্টের কয়েকঝলক]

এখানকার অঞ্জুনা, কান্ডোলিম, কালানগুটে বা বাগা বিচের মতো জনবহুল ও জনপ্রিয় বিচ ছাড়াও এমন কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে যেগুলির পরিবেশ এখনও শান্ত ও মনোরম। বেশি মানুষের ভিড় সেখানে হয় না। [এবার ঘুরেই আসুন মোহময়ী গোয়ায়]

আরামবল বিচ

আরামবল বিচ

উঁচু টিলা দিয়ে ঘেরা উত্তর গোয়ার এই সমুদ্র সৈকতটি গোয়ার সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে অন্যতম। এখানে পাশে পরিষ্কার জলের লেক রয়েছে। কাছেই বাজার রয়েছে। অঞ্জুনা বা বাগা বিচের মতো বেশি লোকের ভিড় এখানে হয় না। অথচ সৌন্দর্য এটি কারও থেকে কম যায় না।

কেরিম বিচ

কেরিম বিচ

উত্তর গোয়ার অন্যতম পরিষ্কার সমুদ্র সৈকত এই কেরিম বিচ এলাকা। সমুদ্রের ধার দিয়ে লম্বা পাইন গাছের সারি এর শোভা আরও বাড়িয়ে দিয়েছে। উইকএন্ডের ট্যুরের জন্য এটি আদর্শ জায়গা। পাশের তেরেকোল দুর্গ ও তেরেকোল নদীর চারপাশও ঘুরে দেখার পক্ষে আদর্শ।

বেতুল বিচ

বেতুল বিচ

গোয়ার সবচেয়ে শান্ত সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম এই বেতুল বিচ। দক্ষিণ গোয়ায় অবস্থিত এই বেতুল বিচ প্রাতঃভ্রমণের পক্ষে আদর্শ। সকালের দিকে শান্ত সমুদ্রের সঙ্গে চারপাশের শোভাও উপভোগ করার মতো। তবে চারপাশে তেমন কোনও দোকানপাট নেই। উইকএন্ডে ঘুরতে গেলে খাবার সঙ্গে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

কনসওলিম বিচ

কনসওলিম বিচ

এই সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ অনেক। সাদা বালির সৈকত, সঙ্গে নীল সমুদ্রের জল ছাড়াও এখানে সূর্যাস্তের দৃশ্য দেখতে অসাধারণ লাগে

পতনেম বিচ

পতনেম বিচ

চৌরি টাউনে অবস্থিত এই পতনেম বিচ। শান্ত এই বিচের চারপাশে ট্যুরিস্টদের আনাগোনা বেশি হলেও অসুবিধা নেই। অনেক হোটেল রয়েছে এখানে। গোয়ার শহর এলাকা থেকে খুব বেশি দূরে না হলেও এই বিচের পরিবেশ মনোরম।

কাকোলেম বিচ

কাকোলেম বিচ

এই সমুদ্র সৈকতটি গোয়ার নির্জন সৈকতগুলির অন্যতম। এটিকে 'টাইগার বিচ'-ও বলা হয়। তবে সাম্প্রতিক সময়ে কেউ কখনও বাঘের দেখা পাননি। ফলে নির্জন এই সৈকতে মনের সুখে সময় কাটাতে কোনও বাধা নেই।

English summary
Unexplored Beaches of Goa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X