For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয়ঙ্কর ও অদভূত হ্রদে আপনি নতুন বছরে পরিভ্রমণ করতে চাইছেন, তাহলে ঘুরে আসুন এই জায়গাগুলিতে

ঘুরে আসুন এই হ্রদে

  • |
Google Oneindia Bengali News

সামনেই আসছে ২৫ ডিসেম্বর, তারপরেই ফার্স্ট জানুয়ারি। বছরে শুরুতে সকলেই প্রায় ঘুরতে যেতে চান। বাঙালি মানেই ঘোরার একটা আলাদা হুজুগ রয়েছে। নয় পাহাড় নয়তোবা সমুদ্র। তবে এমন অনেকে রয়েছেন যাদের হয়তো দেশের সব জায়গায় প্রায় ঘোরা তাহলে এবার তো তারা বিদেশে যাবে। বিশ্বজুড়ে আমাদের এমন অনেক অদ্ভুত, ভয়ঙ্কর ঘোরার জায়গা রয়েছে যা আগে হয়তো আপনি দেখেননি বা নামই শোনেননি। যদি আপনি নতুন বছরে ঘুরতে যেতে চান তাহলে এই জায়গা গুলোই খুলে আসুন। অবাক করা দৃশ্য আপনি উপভোগ করতে পারেন। রইল সেই জায়গাগুলির ঠিকানা।

লেক ন্যাট্রন

লেক ন্যাট্রন

লেক ন্যাট্রন তানজিনিয়া অবস্থিত। এখানে গেলেই হয়তো আপনার চোখে পড়বে, সারিসারি পশু পাখির মূর্তি। দেখে মনে হবে এক যেন সুন্দর ভাস্কর্য অথচ এটা কিন্তু নয়। ঠিক এক মৃত্যু পুরীর মতো থমথমে পরিবেশ এখানে। এখানকার পরিবেশ দেখলে আপনি ভয়ও পেয়ে যেতে পারেন। এই সুন্দর ভয়ঙ্কর হ্রদটি আফ্রিকার তানজিনিয়ায় অবস্থিত। লবণাক্ত হ্রদটির নাম লেক ন্যাট্রন। সোডিয়াম এবং কার্বনেটের জন্য এই হ্রদটিতে এক অনুজীবের জন্ম হয়। তাই এই হ্রদের জলের রং লাল। অনেক বিজ্ঞানীদের মতে পশু পাখিরা এই রঙের জন্য আকৃষ্ট হয়ে এই হ্রদে নামেন। আর যার ফলে মৃত্যু হয় তাদের। এখানে অত্যাধিক পরিমাণে সোডিয়াম কার্বনেট এবং সোডা রয়েছে, যার জন্য চামড়াকে পুড়িয়ে দেয়। এই হ্রদে নামলে চামড়া পুড়ে যায়।

 সিলফ্রা রিফট

সিলফ্রা রিফট

এই জায়গার নাম অনেকেই জানেন না। এখানকার জল খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এই হ্রদটি অবস্থিত আইসল্যান্ডে। এই জলে অনেকেই স্কুভাড্রাইভিং করেন। যদি আপনি উত্তর আমেরিকা ও ইউশিয়ান প্লেট স্পর্শ করতে চান তাহলে আইসল্যান্ডের সিলফ্রা রিফটে ঘুরে আসুন ও করে আসুন স্কুভাড্রাইভিং।

 তিয়ানজি পর্বত

তিয়ানজি পর্বত

চীনের হুনান প্রদেশে অবস্থিত তিয়ানজি পর্বত,। এই পর্বতটি চুনা পাথর দিয়ে তৈরী। এটি দেখতে অসাধারণ সুন্দর। যদি আপনি এই পর্বতের কাছাকাছি গিয়ে সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে চীনে গিয়ে গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন। এই পাহাড়টি দেখলে মনে হয় এটি যেন ঝুলে আছে।

বারমুডা ট্রায়াঙ্গল

বারমুডা ট্রায়াঙ্গল

এই বারমুডা ট্রায়াঙ্গল ' ডেভিলস ট্রায়াঙ্গল' নামেও পরিচিত। এই জায়গাকে সেখানকার বাসিন্দারা শয়তানের ত্রিভুজও বলে থাকে। এই জায়গার তিনটি প্রান্তের একটি প্রান্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, অপর প্রান্ত পুয়ের্তো রিকো এবং আরেকটি প্রান্ত ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপের সঙ্গে যুক্ত। এই বিশাল জায়গায় যে কত বিমান, জাহাজ হারিয়ে গেছে তার ইয়ত্তা নেই। এখানকার হ্রদটি কিন্তু খুব সুন্দর।

ডেড ভ্যালি

ডেড ভ্যালি

এই জায়গাটি অবস্থিত নাম্বিয়াতে। ক্যালিফোর্নিয়া ও নেভাদা অবস্থিত এই জায়গাটি অবস্থিত। এই জায়গাটি দেখলে মনে হয় মৃত্যু যেন হাতছানি দিচ্ছে। এই জায়গাটি খুব শুষ্ক প্রকৃতির। বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান এই জায়গাটি। এই জায়গাটি এতটাই শুষ্ক যে মরা গাছগুলির শিকড় বাইরে পর্যন্ত বেরিয়ে আসে।

 সোকোট্রা দ্বীপ

সোকোট্রা দ্বীপ

ইয়ামেনে অবস্থিত এই সোকোট্রা দ্বীপ। এই দ্বীপটি এলিয়ান আইসল্যান্ড নামেও পরিচিত। এখানকার গাছপালা থেকে থেকে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সুন্দর। তবে ভয়ানকও বটে। এখানে অনেক বিরল প্রজাতির গাছপালা থেকে পশুপাখী রয়েছে। এখানকার দ্বীপের গাছপালা দেখলে মনে হবে আপনি কোনও সিনেমা দেখছেন।

কুরুকড ফরেস্ট

কুরুকড ফরেস্ট

পোল্যান্ডে অবস্থিত এই কুরুকড ফরেস্ট। এখানে রয়েছে অদ্ভুত গাছ। গাছের গোড়াগুলি বাঁকানো। এমন গাছ বিশ্বে আর কোথাও নেই। তবে কেন গাছগুলি এমন বাঁকানো তা অনেকেই জানেন না। আর এর পিছনে যে আসল কারণ কী তা হয়তো সকলেই অজানা। তবে অনেকেই নানান মত পোষণ করে থাকেন। এখানে অনেক মানুষ ঘুরতে আসেন এবং শুটিংও করেন।

দ্য ক্যাটাকম্বস

দ্য ক্যাটাকম্বস

ফ্রান্সে অবস্থিত ক্যাটাকম্বস। প্রাচীন পাথরের খনিগুলি একত্রিত করার জন্য এটি তৈরি করা হয়েছে। হাজার হাজার প্যারিসবাসীর হাড় ও খুলি দিয়ে নির্মিত হয়েছে জায়গাটি। এখানেও অনেক বেশ বিদেশের মানুষ ঘুরতে আসেন।

 দ্য ওয়েব

দ্য ওয়েব

মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত দ্য ওয়েব। এটি নির্মিত হয়েছিল জুরাসিক যুগে। এখানকার সৌন্দর্য খুব সুন্দর, যা ভাষায় বর্ণনা করা খুব কঠিন। পারলে এখানে শীতের ছুটি ঘুরে আসতে পারেন।

মণিপুরী রাজকন্যার সঙ্গে অর্জুনের প্রেম, শীতের ছুটিতে বেড়িয়ে আসুন রবীন্দ্রনাথের চিত্রাঙ্গাদার সেই দেশ থেকেমণিপুরী রাজকন্যার সঙ্গে অর্জুনের প্রেম, শীতের ছুটিতে বেড়িয়ে আসুন রবীন্দ্রনাথের চিত্রাঙ্গাদার সেই দেশ থেকে

English summary
travel in the new year with these strange lakes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X