For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই প্রথমবার দেবী দুর্গা রূপে মহালয়ার দিন দেখা যাবে ঋতুপর্ণাকে, খুশি ভক্তরা

এই প্রথমবার দেবী দুর্গা রূপে মহালয়ের দিন দেখা যাবে ঋতুপর্ণাকে, খুশি ভক্তরা

  • |
Google Oneindia Bengali News

সামনে আসছে দুর্গাপুজো! তার আগেই প্রত্যেক বছর আয়োজিত হয় মহালয়া। কামডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তারই অপেক্ষা দিন গুনছেন হিন্দুরা। আর এ পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে মহালয়া। চলতি বছরেরকালার্স বাংলায় দেবী দশ মহাবিদ্যা হয়ে আবির্ভূত হচ্ছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। চ্যানেলের তরফে সে রকমই একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে খুশি হয়েছেন অভিনেত্রী ভক্তরা। ঋতুপর্ণা সুদক্ষ অভিনয় ছাড়াও খুব ভালো নৃত্যশিল্পীও বটে। মাঝে মধ্যে তাঁকে নাচের অনুষ্ঠানে দেখা যায়।

এই প্রথমবার দেবী দুর্গা রূপে মহালয়ার দিন দেখা যাবে ঋতুপর্ণাকে, খুশি ভক্তরা


যে প্রোমোটি চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে, তাতে অভিনেত্রীকে এতোটাই সুন্দর লাগছে, যা ভাষায় বর্ণনা করা কঠিন। লাল বেনারসী শাড়ি, গা ভর্তি সোনার গয়না অপরূপা হয়ে সেজে উঠেছেন ঋতুপর্ণা। তাঁর কপালে রয়েছেন ত্রিনয়নও। তবে এখানেই শেষ নয় কপালে উঁকি দিচ্ছে অর্ধচন্দ্রাকিত টিপও। আলতা ভর্তি হাতে ত্রিশূল ধরে রয়েনে ঋতুপর্ণা। তাঁর এই সুন্দর রূপ দেখে মোহিত হচ্ছেন সকলে। তাঁর এই রূপে অনেকেই অবাক হচ্ছেন। এরম রূপে তাঁকে আগে কখনও দেখা যায়নি। এই প্রথম রূপে অভিনেত্রীকে প্রথম দেখা যাবে। তাঁর জন্য সকল অনুগামীই বেশ খুশি হয়েছেন। সেই অসঙ্গে অবাক হয়েছেন অনেকে।

মহালয়া শুরু হয় পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা দিয়ে। এই বিশেষ দিনে ভোর থেকেই রেডিও বীরেন্দ্র কৃষ্ণে গলায় মহিষাসুরমর্দিনী শোনার জন্য সকলে অপেক্ষা করে বসে থাকেন। শুনতে এটি ভালো লাগে, সেই সঙ্গে অনুগামীরা তাঁর চোখের সামনে দেখতেও ভীষণ পছন্দ করে থাকেন। তাই প্রতি বছর টেলিভিশনের পর্দায় মা দুর্গা আগমনের আগে সম্প্রচারিত হয় মহালয়া। এর আগেও অনেক চ্যানেলে দিতিপ্রিয়া রায়, কোয়েল, ইন্দ্রানী হালদার, শ্রাবন্তী ও শুভশ্রীকেও মা দুর্গার হিসেবে দেখা গিয়েছে। তবে এই প্রথমবার বিখ্যাত ও জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে। সকল দর্শকই মুখিয়ে বসে রয়েছেন কবে তাঁকে দেখা যাবে।

English summary
Actress Rituparna Sengupta will be seen in Mahalaya as Devi Durga
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X