For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: গান স্যালুটে চির বিদায় সুব্রত মুখোপাধ্যায়কে, পেট্রোপণ্যে কর কমাবে না কেরল, আরও খবর একনজরে

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

পেট্রোল এবং ডিজেলের দামে কর

পেট্রোল এবং ডিজেলের দামে কর

কেরালা সরকার শুক্রবার দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে যে রাজ্যের ভয়াবহ আর্থিক পরিস্থিতির কথা ভেবে পেট্রোল এবং ডিজেলের দামে কোনও কর কমানো হবে না। বিজেপি এবং কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ-এর সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও, রাজ্য সরকার বলেছে কেন্দ্রের ট্যাক্স কাটের সাথে রাজ্যের করের কোনও হ্রাস হবে না।

সুব্রত মুখোপাধ্যায়ের শেষ কৃত্য আজ

সুব্রত মুখোপাধ্যায়ের শেষ কৃত্য আজ

প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়। গতকাল রাত ৯টা ২২-এ এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রাতে পার্ক সার্কাসের পিস ওয়াল্ডে রাখা হয় সুব্রত মুখোপাধ্যায়ের মৃতদেহ। আজ সকাল ১০টা নাগাদ সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সকাল ১০টা থেকে দুপুর ২টো, রবীন্দ্রসদনে শ্রদ্ধা জানানোর জন্য রাখা থাকবে মরদেহ। দুপুর ২টোয় রবীন্দ্রসদন থেকে গন্তব্য বিধানসভা। প্রয়াত নেতার মৃতদেহ বিধানসভা থেকে নিয়ে যাওয়া হবে বালিগঞ্জের বাড়িতে। এরপর কেওড়াতলা শ্মশানে হবে শেষকৃত্য।

বিষাক্ত মদে বিহারের ২ জেলায় মৃত্যু মিছিল

বিষাক্ত মদে বিহারের ২ জেলায় মৃত্যু মিছিল

বিষাক্ত মদে বিহারের দুটি জেলায় গত কয়েকদিনে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। খবরে প্রকাশ গোপালগঞ্জ ও পশ্চিম চম্পারণ জেলায় এই মৃত্যুর খবর মিলেছে। বৃহস্পতিবার পশ্চিম চম্পারণ জেলার সদর দফতর বেত্তিয়ায় তেলহুয়া গ্রামে বিষাক্ত খাওয়ার পরে আটজনের মৃত্যু হয়। অন্যদিকে গোপালগঞ্জে ভেজাল মদ খাওয়ার আরেকটি ঘটনায় বৃহস্পতিবার জেলায় আরও ছয়জনের মৃত্যু হয়।

কেদারনাথে মোদী

কেদারনাথে মোদী

আজ কেদারনাথে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রার্থনা করবেন তিনি। গতবারও কেদারনাথে গিয়েছিলেন তিনি। সেখানে প্রার্থনা করেছিলেন তিনি। সেখানে গুহায় ধ্যান করেছিলেন তিনি। এবারও তিনি কেদারনাথে যাচ্ছেন প্রার্থনা করতে।

নামছে পারদ

নামছে পারদ

চলছে প্রাক শীতের মরশুম। আর তার মধ্যেই আরও নামল তাপমাত্রার পারদ। কালীপুজোর রাতে শীত শীত আমেজ জানান দিচ্ছিল জাঁকিয়ে ঠান্ডা এখন কেবল সময়ের অপেক্ষা। যদিও ঠিক কবে থেকে কনকনে ঠাণ্ডায় কাঁপবে বাংলা, তা এখনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। তবে শনিবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির নীচে।

ফের বিস্ফোরক জন বার্লা

ফের বিস্ফোরক জন বার্লা

উন্নয়নে সাহায্য করছে না রাজ্য সরকার। প্রশাসনিক অসহযোগিতায় সাংসদ তহবিলের টাকা কাজে লাগানো যাচ্ছে না। অভিযোগে সরব আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের

দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের

সাতসকালে হায়দরাবাদের কাছে অনন্তপুরে ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুষড়ে একাকার হয়ে গেল অটো রিক্সা। ঘটনাস্থলেই মৃত্যু ছ'জনের। এঁদের মধ্যে ৫ জন মহিলা। আহত আরও বেশ কয়েকজন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এরা সকলেই দিনমজুর। ঘাতক গাড়িটির সন্ধান এখনও মেলেনি।

পথ দুর্ঘটনায় মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু

পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৫ জনের। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। আজ ভোরে কলকাতা থেকে মুর্শিদাবাদের বড়ঞা ফিরছিলেন একই পরিবারের ১২ জন। দেওয়ানদিঘির কামনাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির। পুলিশ সূত্রে খবর, ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি সাত জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

লুঠপাট রাতের শহরে

লুঠপাট রাতের শহরে

কালীপুজোর রাতে ফের শহরে আক্রান্ত বৃদ্ধা। তাঁকে বেঁধে রেখে বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। ভারী বস্তু দিয়ে বৃদ্ধাকে আঘাতও করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় টালার খিলাতবাবু লেনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিষমদে মৃত্যু

বিষমদে মৃত্যু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের দিনে বিষমদেরছোবলে বিহারে মৃ্ত্যুমিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। অসুস্থ বহু। গোপালগঞ্জ ও পশ্চিম চম্পারণ জেলায় গত দু'দিন ধরে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। যা প্রবল চিন্তায় রেখেছে প্রশাসনকে। বিহারের অন্যান্য জেলার মতো এই দুই জেলাতেও মদ নিষিদ্ধ। কিন্তু তারপরও ঘটে গেল অনভিপ্রেত ঘটনা।

এনসিবির দফতরে হাজিরা আরিয়ানের

এনসিবির দফতরে হাজিরা আরিয়ানের

বম্বে হাই কোর্টের শর্ত মেনে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দপ্তরে হাজির দিতে গেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান (Aryan Khan)। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ মন্নত থেকে তদন্তকারী সংস্থার অফিসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে ফের একপ্রস্থ জেরার মুখে পড়তে পারেন আরিয়ান বলেই সূত্রের খবর।

হিসারে বিজেপি সাংসদের গাড়ি ভাঙচুর

হরিয়ানার হিসারে বিজেপি নেতা তথা সাংসদ রাম চান্দের জাংরার গাড়ি ভাঙচুর করা হয় ও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে জানা গিয়েছে। এই বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয় কৃষকেরা।

লন্ডন যাচ্ছেন না আম্বানিরা

মুকেশ আম্বানি ও তাঁর পরিবার লন্ডনে চলে যেতে চলেছে বলে যে খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সর্বৈব মিথ্যা বলে বিবৃতি দিয়ে জানিয়ে দিল রিলায়েন্স গোষ্ঠী। লন্ডনে যে সম্পত্তি ক্রয় করা হয়েছে তা ব্যবসার কাজে লাগানো হবে বলেও জানানো হয়েছে।

বিষমদকাণ্ডে বৈঠকে নীতীশ

মদকাণ্ড নিয়ে জরুরি বৈঠক করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ইতিমধ্যে বিহারে বিষমদ খেয়ে অনেকের মৃত্যু হয়েছে। বিরোধীরা নীতীশ সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ।

English summary
Daily News Update in Bengali: Kolkata, West Bengal, India and World News in brief for 05 November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X