For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সুকান্তর অভিজ্ঞতা কম', মন্তব্যে বিতর্ক বাড়ালেন দিলীপ ঘোষ

'সুকান্তর অভিজ্ঞতা কম', মন্তব্যে বিতর্ক বাড়ালেন দিলীপ ঘোষ

  • |
Google Oneindia Bengali News

এবার বঙ্গ-বিজেপির প্রাক্তন সভাপতি বর্তমানকে অনভিজ্ঞ বললেন৷ তাও আবার সংবাদমাধ্যমে৷ একাধিক লোক দল ছাড়া নিয়ে পরোক্ষে বঙ্গ-বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেই কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ঠিক কী বলেছেন দিলীপ?

ঠিক কী বলেছেন দিলীপ?

সংবাদমাধ্যমের খবর দিলীপ ঘোষ বলেছেন, সুকান্তর অভিজ্ঞতা কম৷ সবে দায়িত্ব পেয়েছেন। তবে ওঁর জানা উচিৎ যে দলে যারা বহুদিন ধরে রয়েছেন, বিভিন্ন আন্দোলনের অংশ হয়েছেন তাদের গুরুত্ব দেওয়া উচিৎ৷'

অর্ন্তদ্বন্দ চরমে বিজেপিতে!

অর্ন্তদ্বন্দ চরমে বিজেপিতে!

শেষ কয়েক বছরে বঙ্গে বিজেপি যেমন বেড়েছে আড়েবহরে সেরকমই দলে আদি-নব্য দ্বন্দও প্রকট হয়েছে। এ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ করে দলও ছেড়েছেন বেশ কিছু বিজেপি নেতা৷
রাজ্যের একাধিক জায়গাতে বড় সংখ্যায় বিজেপি কর্মী-নেতারা দল ছেড়েছেন৷ এ নিয়েই এদিন দিলীপ ঘোষ পরোক্ষে সুকান্ত মজুমদারকে কাঠগড়ায় তুলে বলেন, দলের পুরনো নেতাদের উপর বিশ্বাস করেই মানুষ রাস্তায় নেমেছে। তাই তাদের গুরুত্ব দেওয়া উচিৎ দলে৷ এর আগে প্রায় একই ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছে অনুপম হাজরা, সৌমিত্র খাঁয়ের মতো নেতাদের। এবার এই বিবাদে সুকান্তর নাম নিয়ে বড় বিতর্কই ড
তৈরি করলেন দিলীপ ঘোষ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷

তথাগত রায়কেও কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ

তথাগত রায়কেও কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ

প্রসঙ্গত, কয়েকদিন আগেই দলের বর্ষীয়ান নেতা তথাগত রায়কে কটাক্ষ করে সংবাদমাধ্যমে দিলীপ বলেছিলেন, 'যারা জীবনে কিছু করতে পারেনি তারাই ভুলভাল কথা বলে হতাশা থেকে৷ উনি তো জ্যোতি বসুর থেকে সুবিধা নিতেন সিপিএম আমলে৷ তারপর তৃণমূলের থেকেও সুবিধা নিয়েছেন আবার বিজেপি থেকেও সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন৷'

ডিগ্রি নিয়ে দিলীপকে পাল্টা কটাক্ষ তথাগতর!

ডিগ্রি নিয়ে দিলীপকে পাল্টা কটাক্ষ তথাগতর!

যারা পাল্টা তথাগত ফেসবুক পোস্টে লেখেন, 'আমার এক বন্ধু বলেছেন আমি নাকি ফিটার মিস্ত্রিদের অপমান করেছি। কখনোই না। কিন্তু যদি অজান্তেও করে থাকি তাহলে তাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু যে ফিটার মিস্ত্রীটি ২০১৬ সালের নির্বাচনের আগে মিথ্যা এফিডেভিট করে নিজেকে ঝাড়গ্রাম পলিটেকনিকের ডিপ্লোমাপ্রাপ্ত বলে লিখেছিলেন, এবং যা ওই পলিটেকনিক অস্বীকার করেছে তার কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। কারণ মিথ্যা এফিডেভিট করা একটি দণ্ডযোগ্য অপরাধ।'

English summary
Sukanta's experience is less', Dilip Ghosh added to the controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X