For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিযায়ী শ্রমিকদের তথ্য সংরক্ষণের জন্য মোবাইল অ্যাপ নিয়ে আসছে রাজ্য সরকার

পরিযায়ী শ্রমিকদের তথ্য সংরক্ষণের জন্য মোবাইল অ্যাপ নিয়ে আসছে রাজ্য সরকার

Google Oneindia Bengali News

লকডাউনের সময়কালে যে সব পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে এসেছেন এবং তাঁদের পরিবারের বিস্তারিত তথ্য সংরক্ষণের জন্য রাজ্য সরকার মোবাইল অ্যাপ তৈরি করছে বলে জানিয়েছেন সরকারি এক কর্মকর্তা।

পরিযায়ী শ্রমিকদের তথ্য সংরক্ষণের জন্য মোবাইল অ্যাপ নিয়ে আসছে রাজ্য সরকার


রাজ্যের শ্রম বিভাগ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ফিরে আসা ১১ লক্ষ শ্রমিকদের তথ্য সংগ্রহ করেছে। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, '‌তথ্য সংগ্রহের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা শীঘ্রই শেষ হবে। এই তথ্যগুলি অ্যাপে ঢোকানো হব। এই কাজ শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করবেন’‌।

সরকারিভাবে জানা গিয়েছে যে এই অ্যাপে শ্রমিকদের পেশাগত ও ব্যক্তিগত তথ্য থাকবে। যার মধ্যে শ্রমিকদের বাড়ির ঠিকানা, ফোন নম্বর, পরিবারের সদস্যদের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার ও প্যান কার্ড নম্বর, রক্তের বিভাগ ও পুরুষ বা মহিলা শ্রমিকের দক্ষতার বিষয়ে ওই অ্যাপে দেওয়া থাকবে। এই অ্যাপে এমন একটি বিকল্প ব্যবস্থা রাখার চেষ্টা করছে সংশ্লিষ্ট দপ্তর, যাতে যে কোনও শ্রমিক বিপদে পড়লে সরকার সহায়তা করতে পারে, জানিয়েছেন শ্রম মন্ত্রী।

লকডাউনের সময় বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন রাজ্যে। এখনও কিছু কিছু করে শ্রমিক ফিরছেন বলে জানা গিয়েছে। রাজ্য সরকার তাঁদের সকলকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গিয়েছে।

পিকের টিমকে নিয়ে ফ্যাসাদে তৃণমূল! ২০২১-এর লক্ষ্যে দুর্নীতিমুক্ত দল গড়তে 'স্বচ্ছ অভিযান’পিকের টিমকে নিয়ে ফ্যাসাদে তৃণমূল! ২০২১-এর লক্ষ্যে দুর্নীতিমুক্ত দল গড়তে 'স্বচ্ছ অভিযান’

English summary
The state government is developing a mobile app to save the information of migrant workers returning to the state,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X