For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) উত্তর থেকে দক্ষিণ উচ্ছ্বাসের সবুজ রং, নির্বাচন ফলাফলের বিভিন্ন মুহূর্ত ছবিতে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৯ মে : নারদ, সারদা, জোট, উড়ালপুল দুর্ঘটনা কোনও ফ্যাক্টরই কাজে এল না। একাই ডবল সেঞ্চুরি হাঁকাল তৃণমূল কংগ্রেস। জোটের জটে পরে বামেদের কবর আরও গভীর হল। ২০১১ সালের চেয়েও কমল তাদের আসন সংখ্যা। আর সেই সুযোগে প্রধান বিরোধী দলের পদে উঠে আসল কংগ্রেস।

কলকাতা, ১৯ মে : নারদ, সারদা, জোট, উড়ালপুল দুর্ঘটনা কোনও ফ্যাক্টরই কাজে এল না। একাই ডবল সেঞ্চুরি হাঁকাল তৃণমূল কংগ্রেস। জোটের জটে পরে বামেদের কবর আরও গভীর হল। ২০১১ সালের চেয়েও কমল তাদের আসন সংখ্যা। আর সেই সুযোগে প্রধান বিরোধী দলের পদে উঠে আসল কংগ্রেস। হাজারো কুৎসা, ষড়যন্ত্র, অপপ্রচারের জবাব মমতা বন্দ্য়োপাধ্যায়ের কথায় অর্জুনের লক্ষ্যভেদ হয়েছে। এদিকে মানুষের জোট বলে যারা তর্জন গর্জন করছিল সেই সিপিএমই এখন বাংলায় অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। ২৯৪টি আসনের মধ্যে কোনও মতে ৩২ টি আসনে জয়লাভ করতে সমর্থ হয়েছে বামেরা। সারাদিন কেমন ছিল রাজ্যের চিত্রটা আসুন একঝলে দেখে নেওয়া যাক!

হাজারো কুৎসা, ষড়যন্ত্র, অপপ্রচারের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অর্জুনের লক্ষ্যভেদ হয়েছে। এদিকে মানুষের জোট বলে যারা তর্জন গর্জন করছিল সেই সিপিএমই এখন বাংলায় অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। ২৯৪টি আসনের মধ্যে কোনও মতে ৩২ টি আসনে জয়লাভ করতে সমর্থ হয়েছে বামেরা।

সারাদিন কেমন ছিল রাজ্যের চিত্রটা আসুন একঝলে দেখে নেওয়া যাক!

English summary
(Photo) Different mood of celebration after Election Result out in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X