For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান গেয়ে-ছবি এঁকেও মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট ক্রিকেট পাগল ছাত্রীর

জলপাইগুড়ির সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের নিধি চৌধুরী এবার ৬৮৩ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে। কী তার সাফল্যের চাবিকাঠি?

Google Oneindia Bengali News

জলপাইগুড়ির সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের নিধি চৌধুরী এবার ৬৮৩ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে। কী তার সাফল্যের চাবিকাঠি? প্রতিক্রিয়া দিতে গিয়ে নিধি জানাল, শুধু পড়াশোনাই নয়, পড়াশোনার পাশাপাশি গান-আঁকা, এমনকী খেলার প্রতিও সমান আগ্রহী সে। পড়াশোনার ফাঁকে সমান তালে সে গান করে, ছবি আঁকে আবার খেলাও দেখে।

গান গেয়ে-ছবি এঁকেও মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট ক্রিকেট পাগল নিধির

কী খেলা দেখতে ভালোবাসে সে। একবারে ক্রীড়াপ্রেমীর মতো নিধির উত্তর ক্রিকেট-ফুটবল সবই ভালো লাগে। বিশ্বকাপও দেখবে সে। দেখেছে আইপিএলও। তাহলে কার ফ্যান নিধি? নিধি জানায়, তার প্রিয় খেলোয়াড় কোহলি নয়, বরং তাঁর ভালো লাগে এবি ডেভিলিয়ার্সের খেলা দেখতে। তাই আইপিএলের পর যখন অবসরের কথা ঘোষণা করল ডেভিলিয়ার্সস খুব দুঃখ হয়েছিল।

[আরও পড়ুন: বরাবরের ফার্স্ট এবার মাধ্যমিকে হয়ে গেল সেকেন্ড, মাধ্যমিকে শীর্ষ স্থান পেল না শীর্ষেন্দু][আরও পড়ুন: বরাবরের ফার্স্ট এবার মাধ্যমিকে হয়ে গেল সেকেন্ড, মাধ্যমিকে শীর্ষ স্থান পেল না শীর্ষেন্দু]

একইসঙ্গে নিধি জানায়, মহেন্দ্র সিং ধোনির খেলাও তার খুব ভালো লাগে। আর ভালো লাগে মিচেল স্টার্কের বোলিং। নিধির কথাতেই পরিষ্কার সে কতটা খেলা দেখতে ভালোবাসে। আবার সে গানও করে অবসর সময়ে। ছবিও আঁকে। কিন্তু এত সময় কোথা থেকে পায় নিধি? নিধি জানায়, বসে থাকি না, পড়াশোনার ফাঁকে ফাঁকেই সব করি। অবসর সময়ের সঙ্গী ওইসব। তবে কখনই পড়াশোনার ক্ষতি করে কিছু করে না সে।

[আরও পড়ুন:বাবাই তার প্রেরণা, মা এগিয়ে যাওয়ার পথে সাহস, ডাক্তার হতে চায় মাধ্যমিকে পঞ্চম অনীক ][আরও পড়ুন:বাবাই তার প্রেরণা, মা এগিয়ে যাওয়ার পথে সাহস, ডাক্তার হতে চায় মাধ্যমিকে পঞ্চম অনীক ]

জলপাইগুড়ির অরবিন্দনগরের অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী সমীর চৌধুরীর মেয়ে নিধি। সে জানায় মেজা তালিকায় থাকার ব্যাপারে আশাবাদী ছিলাম। সেই আশা পূরণ হয়েছে। আমি খুব খুশি। নিধি জানিয়েছে, সে সায়েন্স নিয়ে পড়তে চায়। আর উচ্চশিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত এখনও নেয়নি নিধি। উচ্চমাধ্যমিকের পর সে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

English summary
Nidhi Chowdhury of Jalpaiguri secures sixth place in Madhyamik Examination. Madhyamik Examination Result 2018 will declare on Wednesday. Nidhi is admire of AB Deviliars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X