For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুক্ত বাতাসে ফিরে এলেন বহিষ্কৃত শুভ্রাংশু! মুকুল-অনুসরণে কি বিজেপিতে যাওয়ার পূর্বাভাস

তৃণমূল থেকে ছ-বছর সাসপেন্ড হওয়ার পর মুক্ত বাতাসে ফিরে আসার বার্তা দিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। তৃণমূল মহাসচিব তাঁকে সাসপেন্ড ঘোষণা করতেই তিনি সাফ জানালেন দমবন্ধ হয়ে আসছিল ওই দলটায়।

Google Oneindia Bengali News

তৃণমূল থেকে ছ-বছর সাসপেন্ড হওয়ার পর মুক্ত বাতাসে ফিরে আসার বার্তা দিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। তৃণমূল মহাসচিব তাঁকে সাসপেন্ড ঘোষণা করতেই তিনি সাফ জানালেন দমবন্ধ হয়ে আসছিল ওই দলটায়। সাসপেন্ড করায় মুক্ত বাতাসে ফিরে এলাম যেন। সেইসঙ্গে তিনি জানালেন বাবার সঙ্গে কথা হয়েছে, বাবা প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।

তৃণমূলে বহিষ্কৃত হয়ে মুক্ত বাতাসে ফেরার বার্তা মুকুল-পুত্রের

এদিন ছেলের সাসপেনশন নিয়ে মুকুল রায় বলেন, শুভ্রাংশুকে সমস্যায় পড়তে হতে পারে। সেইজন্য তার সাবধান থাকা দরকার। আর তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানান, তৃণমূল তো ছ'বছর থাকবেই না, আর ছ-বছরের সাসপেন্ড! কটাক্ষ করতে ছাড়লেন না শুভ্রাংশুও। হাঁফ ছেড়ে বাঁচার বার্তা দেওয়ার পর শুভ্রাংশু বলেন, বীজপুর, কাঁচরাপাড়া, হালিশহরে আর তৃণমূল থাকবে কি না সন্দেহ।

বিজেপি নেতা মুকুল রায়ের পুত্র তথা বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রংশু রায়কে দল থেকে বরখাস্ত করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরেই বীজপুরের বিধায়ককে পর্যবেক্ষণ করা হচ্ছে। কখনও তিনি সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত পোস্ট করেছেন, আবার কখনও তিনি বেফাঁস মন্তব্যে দলকে অস্বস্তিতে ফেলেছেন। তাই এতবড় সিদ্ধান্ত নেওয়া হল।

উল্লেখ্য, এদিন বারাকপুরে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর হারের পর শুভ্রাংশু সাংবাদিক সম্মেলন করে বলেন, তিনি বাবার কাছে হেরে গিয়েছেন। তাঁর এই কথার পরই তৃণমূলের তরফে তাঁকে সাসপেন্ডের কথা ঘোষণা করা হয়। দেড় বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ করে তিনি তৃণমূলেই রয়ে গিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে তিনি বাবাকে অনুসরণ করে বিজেপিতে নাম লেখাতে পারেন।

English summary
Mukul Roy’s son Shubhrangshu gives message to free being suspended from TMC. He also says TMC will not remain existence in Bijpur Of North 24 pargana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X