For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ময়ূরাক্ষী গবেষক হতে চায়, মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারীর স্বপ্ন জীববিজ্ঞানে গবেষণা

মাধ্যমিকের মেধাতালিকায় তৃতীয় স্থান পেয়েছে কোচবিহারের ময়ূরাক্ষী সরকার। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী সে।

Google Oneindia Bengali News

মাধ্যমিকের মেধাতালিকায় তৃতীয় স্থান পেয়েছে কোচবিহারের ময়ূরাক্ষী সরকার। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী সে। তার স্কুল থেকেই এবার মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করেছে সঞ্জীবনী। তার পাশাপাশি স্কুলকে সমাদৃত করেছে ময়ূরাক্ষী। প্রথম সঞ্জীবনীর থেকে মাত্র ২ নম্বর কম পেয়ে তৃতীয় হয়েছে সে।

মযুরাক্ষী গবেষক হতে চায়, মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারীর স্বপ্ন জীববিজ্ঞানে গবেষণা

বুধবার সকালে প্রথম খবরটা পেয়ে মা উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে দরেছিল ময়ূরাক্ষীকে। মাধ্যমিকের সাফল্যের সঙ্গে মায়ের এই আদর তার কাছে এদিন বাড়তি পাওনা। আজকের এই আনন্দের দিনে মযূরাক্ষী জানিয়ে দিল তার ভবিষ্যৎ ভাবনার কথা। ময়ূরাক্ষী জীববিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায়। ছোটোবেলা থেকেই তার স্বপ্ন ছিল গবেষক হওয়া।

[আরও পড়ুন:মাধ্যমিকে সেরা কোচবিহারের সঞ্জীবনী, মেধাতালিকায় আর কে কোথায়, একনজরে দেখে নিন ][আরও পড়ুন:মাধ্যমিকে সেরা কোচবিহারের সঞ্জীবনী, মেধাতালিকায় আর কে কোথায়, একনজরে দেখে নিন ]

ময়ূরাক্ষী ৬৮৭ নম্ব পেয়ে এবার তৃতীয় হয়েছে মাধ্যমিকে তার এই সাফল্যের সরণিতে বেয়ে সাফল্যের শিখরে পৌঁছে যাওয়ার পিছনে রয়েছে মা-বাবার গাইড আর শিক্ষকদের অবদান। স্কুল টিচাররা এক্সট্রা ক্লাস নিতেন, তার ফলেই মাধ্যমিকের মতো বড়ো আসরে তাদের স্কুলকে এগিয়ে দিয়েছে বলে মনে করে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী তার সাফল্যের পথে উত্তরসূরিদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে, সাজেশন নির্ভর পড়াশোনা নয়, বইটা খুঁটিয়ে পড়তে হবে। তাহলেই সাফল্য আসবে। ময়ূরাক্ষী জানায়, সেও একইভাবে পড়াশোনা করে সাফল্য পেয়েছে।

[আরও পড়ুন: ফল যে এতটা ভাল হবে আশাই করেনি! আর কী বলছে প্রথম হওয়া সঞ্জীবনী][আরও পড়ুন: ফল যে এতটা ভাল হবে আশাই করেনি! আর কী বলছে প্রথম হওয়া সঞ্জীবনী]

English summary
Mayurakshi Sarkar of Coachbihar secures third place in Madhyamik. She wants to be researcher in Bio-Science,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X