For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ টা নারকেল ৫০ টাকা, মিষ্টির দাম আকাশ ছোঁয়া, লক্ষ্মীপুজোর বাজার আগুন

১ টা নারকেল ৫০ টাকা, মিষ্টির দাম আকাশ ছোঁয়া, লক্ষ্মীপুজোর বাজার আগুন

Google Oneindia Bengali News

দুর্গাপুজো শেষ আজ ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীর আরাধনা। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। লক্ষ্মীপুজোর জেরে বাজার দর আগুন। ফল থেকে সবজি সব জিিনসের দাম আকাশ ছোঁয়া। পটেকে টান পড়ছে মধ্যবিত্তের। কোজাগরী লক্ষ্মীর আরাধনায় লক্ষ্মীর ঝাঁপিতে টান পড়ছে মধ্যবিত্তের। তার সঙ্গে এবার পাল্লা দিয়ে বেড়েছে মিষ্টির দামও।

লক্ষ্মীপুজোর বাজার আগুন

পুজো মিটতে না মিটতেই লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে। তার জেরে বাজার একেবারে আগুন। ফল-সবজি-মিষ্টি কোনও কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিিততেই ঘরে ঘরে কোজাগরীর আরধনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ধনদেবীর আরাধনায় মেতেছে গোটা রাজ্য। এদিকে বাজার দরের ঠ্যালায় মধ্যবিত্তের পকেটে টান।

গতকাল থেকেই বাজারে ভিড়। রবিবার সকালেও বাজারে ভিড় করেছেন সকলে। পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন তাঁরা। অনেকেই আশা করেছিলেন পুজোর দিনে বাজার দর কিছুটা কমবে। কিন্তু কোথায় কী। ৫০ টাকা এক একটি নারকেল বিক্রি হচ্ছে। লেবু বিক্রি হচ্ছে ১৫ টাক প্রতি পিস। আপেল কেবল মাত্র একটু সস্তা। ১২০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। প্রতিমার দামও এবার অনেকটাই বেড়েছে। ২৫০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে দেড়ফুটের প্রতিমা।

সবজির দামও আকাশ ছোঁয়া। অনেকটাই বেড়েছে সবজির দাম। পুজোর সময় থেকেই আকাশ ছোঁয়া সবজির দাম। আলু ৩০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সব বেগুন, পটল, ঝিঁঙের দামও আকাশ ছোঁয়া। টমেটোর দামও কম নয়। সেই সঙ্গে হু হু করে বাড়ছে মিষ্টির দাম। এখন আর ১০ টাকার নীচে কোনও মিষ্টি নেই। দুধ-দইয়ের দাম তো আগেই বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ফুলের দাম। ১০টার মালা বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা দরে। ৫ টাকার মালার দাম চড়েছে ৮ থেকে ১০ টাকায়। কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে গোটা দেশ।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক পর পর ৩ বার রেপোরেট বাড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি কতটা নিয়ন্ত্রণ করা যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে। রেপোরেট বাড়ানোয় মধ্যবিত্তের পকেটেই বেশি টান পড়েছে। কারণ ইএমআই বেড়েছে। মুদ্রাস্ফীতি গত নভেম্বর মাসে রেকর্ড জায়গায় পৌঁছে গিয়েছিল দীপাবলীর সময়। ১৪ বছরে রেকর্ড গড়েছিল মুদ্রাস্ফীতি। সেটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। ডিসেম্বর মাসে ফের রেপোরেট বাড়ানোর পরিকল্পনায় রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এবারও লক্ষ্য সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ।

English summary
Laxmi Puja 2022 Market
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X