For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্বাস্থ্যসাথী' কার্ড না নিলে হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা! মূল্যবৃদ্ধি নিয়ে তোপ মমতার

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এখনও অনেক অভিযোগ রয়েছে। রাজ্যের বহু হাসপাতাল এখনও স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না বলে অভিযোগ সামনে আসে। এবার তা নিয়ে আরও কড়া হতে চলেছে নবান্ন। আজ করোনা পরিস্থিতি নিয়ে বাংলার স্বাস্থ্য কর্তাদের

  • |
Google Oneindia Bengali News

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এখনও অনেক অভিযোগ রয়েছে। রাজ্যের বহু হাসপাতাল এখনও স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না বলে অভিযোগ সামনে আসে। এবার তা নিয়ে আরও কড়া হতে চলেছে নবান্ন। আজ করোনা পরিস্থিতি নিয়ে বাংলার স্বাস্থ্য কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সংক্রমণ নিয়ন্তণে থাকলে বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখতে চাইছেন তিনি। আর সেই কারণেই সমস্ত জেলার স্বাস্থ্য আধিকারিক, চিকিৎসকদের সঙ্গে নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

ডেঙ্গু'র বাড়বাড়ন্ত বহুবার উদ্বেগে ফেলেছে স্বাস্থ্য কর্তাদের

ডেঙ্গু'র বাড়বাড়ন্ত বহুবার উদ্বেগে ফেলেছে স্বাস্থ্য কর্তাদের

নবান্নের সভাঘরে এই বৈঠক হয়। যেখানে করোনা ছাড়াও অন্যান্য রোগের বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ডেঙ্গু'র বাড়বাড়ন্ত বহুবার উদ্বেগে ফেলেছে স্বাস্থ্য কর্তাদের। সেদিকে তাকিয়ে এখন থেকেই নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এমনকি করোনা'র চউর্থ ওয়েভ আসলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে, তা নিয়েও এদিন বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ছবিটা কি রয়েছে তা নিয়েও তথ্য নেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়

সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়

আর এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, রাজ্য স্বাস্থ্য পরিষেবা এখন অনেক ভালো হয়েছে। বাইরে না, বাংলাতে চিকিৎসা করানোর বারত্যা দেন মমতা। একই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও কড়া বার্তা দেন। বলেন, এখনও যারা স্বাস্থ্যসাথী কার্ড নেবে না তাঁদের ক্ষেত্রে সরকার আরও রাফ এন্ড টাফ হবে। এমনকি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনিক প্রধান। পাশাপাশি রাজ্যের টাকা যাতে বাইরে না যায় সেদিকে নজর রাখতে কমিটি গঠনের কথাও এদিন বলেন তিনি।

একবার কেন্দ্রকে আক্রমণ করেন মমতা

একবার কেন্দ্রকে আক্রমণ করেন মমতা

অন্যদিকে মূল্যবৃদ্ধি ইস্যুতে এদিন আরও একবার কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি বৈঠক হওয়ার কারনে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। তবে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ৮০০ ওষুধের দাম বাড়ানো হয়েছে। স্বাস্থ্য থেকে পেট্রোপণ্য, সবকিছুতেই দাম ব্যাপক ভাবে বাড়ছে বলে উল্লেখ তাঁর। তবে সমস্ত জিনিসের দাম বাড়লেও সৌজন্যের দাম কমেছে বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বাংলার স্বাস্থ্য নিয়ে আরও বেশ কয়েকটি তথ্য নিয়ে আলোচনা

বাংলার স্বাস্থ্য নিয়ে আরও বেশ কয়েকটি তথ্য নিয়ে আলোচনা

তবে এদিন বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করেছেন বলে খবর। জানা গিয়েছে, রেফার নিয়ে সরকারি হাসপাতালগুলির ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন তিনি। শুধু তাই নয়, সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও রক্ত সঙ্কট নিয়েও বিশেষ বার্তা এদিন দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Mamata Banerjee speaks on price hike in meeting for health sector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X