For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুরা প্রেমীদের জন্য 'ফার্স্ট ডোজ' মমতার সরকারের, বাংলায় এবার কমদামে ৪৯ টি ব্র্যান্ডের 'বাংলা মদ'

বাংলায় (West Bengal) সুরা প্রেমীদের জন্য নতুন মোড়কে বাংলা মদ (Country Liquor) এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের আফগারি দফতর (Excise Dept)। তার দামও কমানো হয়েছে। পাশাপাশি বাংলা জুড়েই চোলাই মদের অ

  • |
Google Oneindia Bengali News

বাংলায় (West Bengal) সুরা প্রেমীদের জন্য নতুন মোড়কে বাংলা মদ (Country Liquor) এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের আফগারি দফতর (Excise Dept)। তার দামও কমানো হয়েছে। পাশাপাশি বাংলা জুড়েই চোলাই মদের অবৈধ কারবার রুখতে বেশ কিছু ব্র্যান্ডের মদ সস্তায় বাজারে আনা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এখন ৪৯ টি ব্র্যান্ডের বাংলা মদ পাওয়া যাচ্ছে কম দামে (Cheap Price)।

 সব থেকে সস্তা মদ ২৩ টাকায়

সব থেকে সস্তা মদ ২৩ টাকায়

আফগারি দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন বাংলার সব থেকে কম দামের দেশি মদ পাওয়া যাচ্ছে মাত্র ২৩ টাকায়। ৩০০ মিলিনিটার দাম ২৩ টাকা। না গ্যালাক্সি জোশ। এছাড়াও ৪৯ টি ব্র্যান্ডের বাংলা মদও বাজারে এসে গিয়েছ। যেগুলির ৩০০ মিলিলিটারের বোতলের দাম হবে ২৩ টাকা থেকে ৩০ টাকার মধ্যে। সস্তায় মদ বিক্রি করতে দরপত্র চাওয়া হয়েছিল বিভিন্ন সংস্থার কাছ থেকে। এর মধ্যে থেকে আফগারি দফতর ৪৯ টি নতুন ব্র্যান্ডের দেশি মদের অনুমোদন দিয়েছে এখনও পর্যন্ত।

মহুয়ার গন্ধ মেশানো বাংলা মদ

মহুয়ার গন্ধ মেশানো বাংলা মদ

সুরাপ্রেমীদের অনেকেই উত্তরবঙ্গে কিংবা পশ্চিমের জেলাগুলিতে বেড়াতে গেলে মহুয়ার খোঁজ করেন। কেননা তা সেরকমভাবে বাংলার বিভিন্ন জায়গায় পাওয়া যায় না। সেই বিষয়টি নজরে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আফগারি দফতর মহুয়ার গন্ধ মেশানো দেশি মদ আনতে চলেছে। খুব শীঘ্রই তা পাওয়া যাবে। আফগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২০-র শীতে মহুয়ার গন্ধযুক্ত বাংলা মদ আনার পরিকল্পনা থাকলেও, হাইকোর্টে মামলার কারণে তা আটকে যায়। সেই সময় ২০০ মিলির দাম পাউচ প্যাকে ২০ টাকা রাখার পরিকল্পনা করা হলেও, এবার তা বদল করে প্লাস্টিকের বোতলে ৩০ টাকার মধ্যে সরকারি অনুমোদন প্রাপ্ত দোকান থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা টিকার সঙ্গে মিলিয়ে নামকরণ

করোনা টিকার সঙ্গে মিলিয়ে নামকরণ

নতুন ব্র্যান্ডের দেশি মদের অনুমোদনের সঙ্গে তাদের নামকরণও যথেষ্টই আকর্ষণীয়। মহুয়ার গন্ধ মেশানো দেশি মদের নাম দেওয়া হয়েছে মহুল। অন্যদিকে করোনার টিকার সঙ্গে মিলিয়ে একটি মদের নাম দেওয়া হয়েছে ফার্স্ট ডোজ। এছাড়াও নতুন ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে গ্লোবাস মহুয়া, বুলবুল, বাজিগর, দিলরুবা, বিরাট, ঝুমুর। ২০২২ সালের মার্চ পর্যন্ত এইসব মদ তৈরি এবং বিক্রি করা যাবে।

পাশের রাজ্যে পাচার

পাশের রাজ্যে পাচার

একদিকে পশ্চিমবঙ্গে দেশি মদের দাম কমানো হয়েছে, অন্যদিকে প্রতিবেশী বিহার ২০১৫ সালে ক্ষমতায় আসার পর থেকে মদ বিক্রি নিষিদ্ধ করে দিয়েছেন নীতীশ কুমার। সরকারিভাবে সেৎানে মদ বিক্রি নিষিদ্ধ হলেও নানা উপায়ে সেখানে মদ মেলে। বাংলা থেকে চোরা পদে সেখানে যাচ্ছে মদ। এর মধ্যে অনেকেই উপার্জনের আশায় দেশি মদ পাচারকে বেছে নিয়েছেন। তবে বিহারের পুলিশ ও আফগারি দফতরও রয়েছে সতর্ক। বাস ও ট্রেন পথে সেখানে তল্লাশি চালানো হচ্ছে। এর মধ্যে ধরাও পড়েছে অনেকে।

স্ত্রী-বোন-মায়েদের ক্ষতি করছে মমতার সরকার! তিন মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা না হওয়া নিয়ে বিস্ফোরক শুভেন্দুস্ত্রী-বোন-মায়েদের ক্ষতি করছে মমতার সরকার! তিন মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা না হওয়া নিয়ে বিস্ফোরক শুভেন্দু

English summary
To prevent sale of locally made country liquor Mamata banerjee's state exise dept will going to give cheap country liquor in 49 brands.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X