For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় সাতটি নতুন জেলার ঘোষণা মমতার, কোন কোন জেলা ভেঙে কী কী জেলা হল নয়া সিদ্ধান্তে

মন্ত্রিসভায় রদবদল আসন্ন, ৭টি নতুন জেলার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Google Oneindia Bengali News

রাজ্য মন্ত্রিসভার পুনর্গঠন নয় হবে সাধারণ রদবদল। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে জানালেন, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ৭টি নতুন জেলা হচ্ছে। এক লাফে রাজ্যের জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে হচ্ছে ৩০। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বুধবার মন্ত্রিসভার বৈঠকে ৫-৬ জন নতুন মুখ আনা হবে।

নতুন সাতটি জেলার নাম ঘোষণা মমতার

নতুন সাতটি জেলার নাম ঘোষণা মমতার

বাংলায় ক্ষমতায় আসার পর একের পর এক জেলার সংখ্যা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক বড় জেলা ভেঙে দুটি হয়েছে। এবার এক লহমায় সাতটি জেলা বাড়ানো হল। এক জেলাকে ভেঙে একাধিক জেলা করা হল। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সাতটি জেলার নাম ঘোষণা করলেন।

পাঁচ জেলার জায়গায় বাংলা পাচ্ছে ১২টি জেলা

পাঁচ জেলার জায়গায় বাংলা পাচ্ছে ১২টি জেলা

মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন জেলাকে ভাঙলেন, তা ভেঙে কী কী জেলা হল, তা জানিয়েছেন নবান্নে। তিনি সাংবাদিক বৈঠকে জানান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলা ভাঙা হচ্ছে। এই পাঁচটি জেলা ভেঙে নতুন সাতটি জেলা হচ্ছে। অর্থাৎ পাঁচ জেলার জায়গায় বাংলা পাচ্ছে ১২টি জেলা।

নতুন সাতটি জেলা পাচ্ছে বাংলা, কী নাম হচ্ছে

নতুন সাতটি জেলা পাচ্ছে বাংলা, কী নাম হচ্ছে

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বাংলা যে নতুন সাতটি জেলা পাচ্ছে, তার নাম হল- ১)সুন্দরবন, ২)ইছামতী (উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা ও বাগদা নিয়ে গঠিত হবে এই জেলা, ৩)বসিরহাট, ৪)রানাঘাট, ৫)বিষ্ণুপুর, ৬)বহরমপুর ও ৭) কান্দি (জঙ্গিপুর ও কান্দি মহকুমা এলাকা নিয়ে)। এর ফলে বাংলার জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে হচ্ছে ৩০টি।

কোন জেলা ভেঙে কটি নতুন জেলা হল

কোন জেলা ভেঙে কটি নতুন জেলা হল

মমতা বন্দ্যোপাধ্যয়া সাতটি নতুন জেলার কথা ঘোষণা করে জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলার সংখ্যা বাড়ানো হচ্ছে। মুর্শিদাবাদকে ভেঙে তিনটি জেলা হচ্ছে। উত্তর ২৪ পরগনাকে ভেঙেও তিনটি জেলা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনাকে ভেঙে দুটি জেলা হচ্ছে। বাঁকুড়া ও নদিয়া ভেঙেও দুটি জেলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে জেলাগুলিতে উন্নতমানের পরিষেবা প্রদান করা যাবে। জেলার মানুষ বাড়তি সুবিধা পাবেন।

আগেও একাধিক যে সব জেলা ভাঙা হয়েছিল

আগেও একাধিক যে সব জেলা ভাঙা হয়েছিল

এর আগেও একাধিক জেলা ভেঙে নতুন জেলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং ভেঙে দুটি জেলা করেছিলেন। দার্জিলিং থেকে বেরিয়ে কালিম্পং হয়েছিল নতুন জেলা। তেমনই জলপাইগুড়ি জেলা ভেঙে তৈরি হয়েছিল দুটি জেলা। নতুন জেলা হয়েছিল আলিপুরদুয়ার। বর্ধমান ভেঙে দুটি, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। মেদিনীপুর ভেঙেও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা হয়েছিল। এখন জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে ৩০ হওয়ায় প্রশাসনিক কাজেও অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের জেলা সংগঠনে ব্যাপক রদবদল মমতার! কারা এলেন কারা গেলেন, একনজরে তৃণমূলের জেলা সংগঠনে ব্যাপক রদবদল মমতার! কারা এলেন কারা গেলেন, একনজরে

English summary
Mamata Banerjee announces seven new districts in West Bengal and also gives message to reshuffle cabinet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X