For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মুখ্যমন্ত্রী বাংলাকে ‘পূর্ব পাকিস্তানে’ পরিণত করার দিকে এগোচ্ছে', লকেটের মন্তব্য রেকর্ড থেকে মুছলেন স্পিকার

'মুখ্যমন্ত্রী বাংলাকে ‘পূর্ব পাকিস্তানে’ পরিণত করার দিকে এগোচ্ছে', লকেটের মন্তব্য রেকর্ড থেকে মুছলেন স্পিকার

  • |
Google Oneindia Bengali News

সংসদে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে মুখে খুলে চাপে লকেট চট্টোপাধ্যায়। সাংসদে দাঁড়িয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে একেবারে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তিনি। কিউন্তু সংসদে দাঁড়িয়ে এমন মন্তব্য করা যায় না। তাঁর বক্তব্যের অংশকে অসংসদীয় বলে মনে করছেন স্পিকার। আর সে কারণেই ওই বক্তব্যের বেশ কিছুটা অংশ লোকসভার রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। এমনটাই সূত্রে জানা গিয়েছে। তবে তাঁর এহেন মন্তব্যে ইতিমধ্যে ক্ষমাও চেয়ে নিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ

তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ

সংসদে দাঁড়িয়ে একেবারে বাংলার তৃণমূল সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছিলেন তিনি। এমনকি, সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবি বক্তৃতায় বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করেছিলেন হুগলির সাংসদ। তাঁর অভিযোগ ছিল, একটা সম্প্রদায়কে খুশি করতে চাইছে রাজ্য সরকার। এমনকি, মুখ্যমন্ত্রী বাংলাকে 'পূর্ব পাকিস্তানে' পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও দিল্লির সংসদ ভবনে দাঁড়িয়ে মারাত্মক অভিযোগ করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, ওরা তোষণের রাজনীতি করছে। মাত্র ৩০ শতাংশ ভোটের জন্য রাজনীতি করছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল লকেটের। তবে বিজেপি বাংলাকে পূর্ব পাকিস্তান হতে দেবে না বলে মন্তব্য করেছিলেন লকেট

জয় শ্রী রাম ইস্যুতেও মমতাকে তোপ দেগেছিলেন লকেট!

জয় শ্রী রাম ইস্যুতেও মমতাকে তোপ দেগেছিলেন লকেট!

জয় শ্রী রাম ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে ছিলেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর কথায়, জয় শ্রীরাম বলাটা কি গালাগালি দেওয়া? মমতা সরকার ভগবান রাম এবং সীতামাতার অপমান করেছে। এভাবে বাংলায় অরাজকতা চলছে বলে মন্তব্য লকেটের।

কৃষক বিক্ষোভ থেকে দুর্নীতি ইস্যুতে মমতাকে তোপ

কৃষক বিক্ষোভ থেকে দুর্নীতি ইস্যুতে মমতাকে তোপ

এছাড়াও কৃষক বিক্ষোভ নিয়েও মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান এই সাংসদ। মমতাকে আক্রমণ করে বিজেপি নেত্রী বলেন, বাংলায় কৃষকদের অবস্থা কি? তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আর তা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দশ বছর বাংলার কৃষকরা দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কিন্তু মমতা এতদিন নীরব ছিলেন। আর এখন রাজনীতির জন্য সিঙ্ঘু সীমান্তে নিজের দলের সাংসদদের পাঠাচ্ছেন বলে মন্তব্য লকেটের। এছাড়াও দুর্নীতি ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়েছেন লকেট। সংসদ ভবনে দাঁড়িয়ে লকেট বলেন, তৃণমূল রেশনের চাল চুরি করেছে, আমফানের ত্রিপল চুরি করেছে এমনকী করোনার টিকাও চুরি করেছে বলেও মারাত্মক অভিযোগ লকেটের। এমনকি শুভেন্দুর ভাষায় সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানাতে ছাড়েননি লকেট। একেবারে তোলাবাজ ভাইপো বলে আক্রমণ লকেটের। তবে যেভাবে সংসদে দাঁড়িয়ে লকেট কথা বলেছেন তা বলা যা না বলেই মনে করছেন স্পিকার।

লকেটের মন্তব্য অসংবিধানিক

লকেটের মন্তব্য অসংবিধানিক

রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ দিতে গিয়ে সংসদে কিছুট অসংবিধানিকভাবেই মন্তব্য করেছেন লকেট। আর সেই কারনে তাঁর এই ভাষণের খানিকটা অংশকে বাদ দেওয়ার পক্ষে স্পিকার। আর সেই কারনে লোকসভার রেকর্ড থেকে বাদ গিয়েছে। তবে এভাবে বক্তব্য রাখার জন্যে লকেট ক্ষমাও চেয়ে নিয়েছেন বলে জানা গিয়েছে।

'কাটমানি নেওয়া তৃণমূলকে মে মাসে কাট করে দেবে বাংলার জনতা', পরিবর্তনের ডাক দিলেন নাড্ডা'কাটমানি নেওয়া তৃণমূলকে মে মাসে কাট করে দেবে বাংলার জনতা', পরিবর্তনের ডাক দিলেন নাড্ডা

English summary
Lok Sabha speaker removed Locket Chatterjee's comment in house on Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X