'কাটমানি নেওয়া তৃণমূলকে মে মাসে কাট করে দেবে বাংলার জনতা', পরিবর্তনের ডাক দিলেন নাড্ডা
বাংলায় এবার পরিবর্তন আসবেই। স্লোগান দিয়েছেন জেপি নাড্ডা। মে মাসে কাটমানি নেওয়া তৃণমূলকে মে মাসে কাটকরে দেবে বাংলার জনতা। হুঙ্কার দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি অভিযোগ করেছেন মোদী সরকারের প্রকল্পের নাম বদলে চালানো হচ্ছে রাজ্যে। মমতার পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যাকেও আক্রমণ শানিয়েছেন জেপি নাড্ডা। ডায়মন্ড হারবারে বারবার যাওয়ার হুঙ্কার দিয়েছেন বিজেিপ নেতা।


মমতাকে আক্রমণ নাড্ডার
মমতা সরকারের শাসন কালে বাংলা এক প্রকার অন্ধকারে ডুবে গিয়েছে এমনই অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলার সংস্কৃতি বিপন্ন হয়ে পড়েছে মমতা সরকারের শাসনে। বাংলার সংস্কৃতিকে বাঁচাতেই পরিবর্তন জরুরি হয়ে পড়েছে বলে দাবি করেছেন তিনি। বাংলার মানুষও সেই পরিবর্তন চাইছেন বলে দাবি তাঁর। নিজের দাবির সপক্ষে শুভেন্দু, রাজীব, মুকুল রায়দের নাম উল্লেখ করেছেন তিনি। বাংলার মানুষ পরিবর্তন চাইছেন বলেই তৃণমূল কংগ্রেস থেকে নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

অভিষেককে নিশানা
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জেিপ নাড্ডা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন। হুঙ্কার দিয়ে তিনি বলেছেন বারবার ডায়মন্ড হারবারে যাবেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার বাংলায় আসবেন বলে হুঙ্কার দিয়েছেন নাড্ডা। প্রসঙ্গত উল্লেখ্য ডায়মন্ড হারবারে যাওয়ার পথেই নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়েছিল। তারপরেই তৎপর হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাই আবারও একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই বারবার ডায়মন্ড হারবারে যাওয়ার কথা বলেছেন জেপি নাড্ডা।

শুভেন্দুকে আক্রমণ করায় অভিেষককে তোপ
কাঁথির সভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিশির অধিকারীর নাম করে আক্রমণ করেছিলেন অভিষেক। সেই প্রসঙ্গ টেনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণে বিঁধলেন জেপি নাড্ডা। তিনি অভিযোগ করেছেন,যে কদর্য ভাষায় শুভেন্দু অধিকারীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে বাংলার সংস্কৃতিকে কারা নষ্ট করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কলঙ্কিত করছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা।

পরিবর্তন চায় বাংলা
বাংলার মানুষ পরিবর্তন চায়। সেকারণেই বিজেপিরকে এই বিপুল সমর্থন। তারাপীঠ থেকে আবারও আক্রমণ শানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি দাবি করেছেন বাংলার মানুষ পরিবর্তন চাইছে। বাংলায় প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আসবে বলে দাবি করেছেন জেপি নাড্ডা। বিজেপিকে ভয় পাচ্ছেন মমতা তাই বিজেপিকে আটকাতে চাইছে। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার কারণে মুর্শিবাদে আজ বিজেপির রথযাত্রা স্থগিত রাখা হয়েছে।
'ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধিয়ে দেওয়া হচ্ছে', বহিরাগত ইস্যুতে মমতাকে নিশানা নাড্ডার