For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-সেরা বাংলার খড়গপুর আইআইটি জগৎসভায় শ্রেষ্ঠ আসনে, পিছিয়ে নেই যাদবপুরও

বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে। বিশ্বের দরবারে ফের জায়গা করে নিল খড়গপুর আইআইটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করল যাদবপুর ও খড়গপুরের স্বনামধন্য শিক্ষাঙ্গন।

Google Oneindia Bengali News

বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে। বিশ্বের দরবারে ফের জায়গা করে নিল খড়গপুর আইআইটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করল যাদবপুর ও খড়গপুরের স্বনামধন্য শিক্ষাঙ্গন। বাংলার শিক্ষাব্যবস্থা আবার বিশ্বের দরবারে নিজ গুণে প্রতিভাত হল। বাংলা ও বাঙালি চিরভাস্বর হয়ে উঠল জগৎসভায়।

বিশ্বসেরার তালিকায় স্থান খড়গপুর ও যাদবপুরের

বিশ্বসেরার তালিকায় স্থান খড়গপুর ও যাদবপুরের

খড়গপুর আইআইটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে। সম্প্রতি ৫০০ সেরা প্রযুক্তিগত শিক্ষাক্ষেত্রের তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকায় উপরের দিকেই স্থান পেয়েছে বাংলার দুই প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান। যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা দেশের মধ্যে একমাত্র রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় যা বিশ্বসেরার তালিকায় স্থান পেয়েছে।

খড়গপুরের থেকে যাদবপুরও খুব বেশি পিছিয়ে নেই

খড়গপুরের থেকে যাদবপুরও খুব বেশি পিছিয়ে নেই

খড়গপুর আইআইটি ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিগত ক্ষেত্রে বিশ্বের ১০১ নম্বরে রয়েছে। বিশ্বের সেরা ৫০০-র মধ্যে ১০১ নম্বরে থাকা বিরাট সাফল্য বলেই মনে করা হচ্ছে। আর যাদবপুরও খুব বেশি পিছিয়ে নেই। কলা ও হিউম্যানিটসের বিচারে এই বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ৫০০-র মধ্যে একটি। একমাত্র রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়।

এক প্রতিষ্ঠান রয়েছে তিনের মধ্যে, অন্যটি সেরা পাঁচে

এক প্রতিষ্ঠান রয়েছে তিনের মধ্যে, অন্যটি সেরা পাঁচে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিংয়ের হিসাবে পঠন-পাঠন বিষয় অনুযায়ী খড়গপুর আইআইটি দেশের শ্রেষ্ঠ তিন ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে একটি। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির নিরিখে দেশের তিনটি শ্রেষ্ঠ কলেজের মধ্যে একটি হল খড়গপুর আইআইটি। আর আর্টস ও হিউম্যানিটিসের বিচারে দেশের সেরা পাঁচে রয়েছে বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয়।

১৯টি বিষয়ে বিশ্বের সেরা ১০০-র মধ্যে খড়গপুর আইআইটি

১৯টি বিষয়ে বিশ্বের সেরা ১০০-র মধ্যে খড়গপুর আইআইটি

খড়গপুর আইআইটি ১৯টি বিষয়ে বিশ্বের সেরা ১০০-র মধ্যে নিজের স্থান করে নিয়েছে। এর মধ্যে রয়েছে মিনারেল অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। এই বিভাগে খড়গপুর আইআইটির ব়্যাঙ্কিং ৩৭। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগে খড়গপুর আইআইটির ব়্যাঙ্কিং ছিল ৯০। এখন তারা উঠেছে এসেছে ৮০-তে।

দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহু বিভাগেই সেরা খড়গপুর

দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহু বিভাগেই সেরা খড়গপুর

খড়গপুর আইআইটি বড় চমক দিয়ে দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহু বিভাগেই সেরা। এগ্রিকালচাল ও ফরেস্টিতে খড়গপুর আইআইটি-র স্থান এক নম্বরে। শুধু এগ্রিকালচাল ও ফরেস্টিই নয়, স্ট্যাটিস্টিক্স ও অপারেশনাল রিসার্চেও খড়গপুর আইআইটি প্রথম স্থান অর্জন করে রয়েছে দেশের বুকে। মিনারেল ও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়েও তারা দ্বিতীয় স্থানে রয়েছে। পরিবেশবিদ্যাতেও দ্বিতীয় স্থান অর্জন করেছে খড়গপুর আইআইটি।

ভারত তথা বাংলার নাম উজ্জ্বল করল যাদবপুর ও খড়গপুর

ভারত তথা বাংলার নাম উজ্জ্বল করল যাদবপুর ও খড়গপুর

দেশের শিক্ষাব্যাবস্থায় উল্লেখযোগ্য স্থানে রয়েছে বাংলার এই লব্ধপ্রতিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। আর খড়গপুর আইআইটির সঙ্গে পাল্লা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও এগিয়ে চলছে তরতরিয়ে। তারই প্রকাশ মিলল বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তলিকায়। ভারত তথা বাংলার নাম উজ্জ্বল হল খড়গপুর আইআইটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কল্যাণে।

চার পূর্বসূরীর পথেই সীতারাম! একনজরে সিপিআইএম-এর ৫৮ বছরের ইতিহাস চার পূর্বসূরীর পথেই সীতারাম! একনজরে সিপিআইএম-এর ৫৮ বছরের ইতিহাস

English summary
Kharagpur IIT and Jadavpur University get place in best 500 education sector of World.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X