For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করিমপুরে বিজেপির এজেন্ট অপহরণের অভিযোগ! জয়প্রকাশ মজুমদারকে বুথ থেকে বের করল কেন্দ্রীয় বাহিনী

উপনির্বাচনে উত্তাপ একটা সাধারণ নির্বাচন থেকে কোনও অংশে কম নয়। এদিন ভোট শুরু হতেই করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার অভিযোগ করে থানারপাড়ায় বিজেপি এজেন্টকে অপহরণ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

উপনির্বাচনে উত্তাপ একটা সাধারণ নির্বাচন থেকে কোনও অংশে কম নয়। এদিন ভোট শুরু হতেই করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার অভিযোগ করে থানারপাড়ায় বিজেপি এজেন্টকে অপহরণ করা হয়েছে। পরবর্তী সময়ে তিনি পিপুলখোলায় বুথের মধ্যে ঢুকে পড়েন। তৃণমূলের আপত্তিতে তাঁকে সেখান থেকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী।

করিমপুরের বিজেপির এজেন্ট অপহরণের অভিযোগ! জয়প্রকাশ মজুমদারকে বুথ থেকে বের করল কেন্দ্রীয় বাহিনী

এদিন সকালে থানারপাড়ায় বুথে জয়প্রকাশ মজুমদারের উপস্থিতি সকলের নজর কাড়ে। বুথে দলীয় এজেন্ট না থাকার খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি অভিযোগ করেন তাদের এজেন্টকে অপহরণ করা হয়েছে। তাঁকে বুথের আশপাশে ঘুরতে দেখে প্রতিবাদ করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন জয়প্রকাশ মজুমদার।

এরপর অনিয়মের অভিযোগ পেয়ে জয়প্রকাশ মজুমদার চলে যান পিপুলখোলায়। সেখানে বুথে মধ্যে ঢুকে তিনি ইভিএমের কাছে চলে যান বলে অভিযোগ। তৃণমূলের প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনী বুথের মধ্যে থেকে জয়প্রকাশ মজুমদারকে বুথের মধ্যে থেকে বের করে দেয়। জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন, সেখানে থাকা তিনটি বুথে সাধারণ মানুষের ভোটদানে বাধা তৈরি করা হচ্ছে। তাই তিনি সেখানে গিয়েছিলেন।

English summary
Jayprakash Mazumder alleged agent of BJP have been forcefully out of the Booth by TMC in Karimpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X