For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মধ্যে হাওড়ায় প্রথম জন্মাল হারলেকুইন ইকথাওসিস নামক বিরল রোগের শিশু

করোনার মধ্যে হাওড়ায় প্রথম জন্মাল হারলেকুইন ইকথাওসিস নামক বিরল রোগের শিশু

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

হারলেকুইন ইকথাওসিস নামক বিরল চর্মঘটিত রোগ নিয়ে হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমে জন্ম নিল একটি সদ্যোজাত শিশু। করোনার মধ্যে এই ধরণের চর্মরোগ নিয়ে জন্ম নেওয়া বাচ্চার ঘটনা এই প্রথম এ রাজ্যে, এমনটাই দাবি ওই হাসপাতালের নারী রোগ বিশেযজ্ঞের।

করোনার মধ্যে হাওড়ায় প্রথম জন্মাল হারলেকুইন ইকথাওসিস নামক বিরল রোগের শিশু

বিশেষজ্ঞদের দাবি, সারাবিশ্বে খুঁজলে এই ধরনের রোগ এখনো পর্যন্ত ধরা পড়েছে ২০০ জনের মত। এই দেশের ইরাকের দিল্লি মহারাষ্ট্রে এই ধরনের রোগ নিয়ে বাচ্চা জন্ম হয়েছে। তবে রাজ্যের ক্ষেত্রে এ ধরনের ঘটনা এই প্রথম। মূলত আমাদের ত্বক মসৃণ এবং নরম। কিন্তু বিরল এই রোগের ক্ষেত্রে জন্ম নেওয়া শিশুর গায়ের চামড়া শক্ত হয়ে থাকেন বলে জানাচ্ছেন তিনি।

পাশাপাশি, বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন শিশুটির চোখ নাক না থাকার জন্য তাকে অন্যান্য বৈজ্ঞানিক উপায়ে খাবার খাওয়ানোর প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। হাসপাতালের তরফে যদিও তাতে খুব একটা সফলতা আসেনি। ফলে গতকাল সন্ধ্যায় ওই শিশুটির জন্ম হওয়ার পর থেকে কার্যত লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।

হঠাৎ কেন এই ধরনের রোগে আক্রান্ত হয়ে জন্ম হলো শিশুটির সেই প্রসঙ্গে চিকিৎসকের মত, প্রসূতির অসাবধানতার কারণে এ ধরনের রোগ হওয়ার সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে গর্ভাবস্থায় ওই মহিলা কোন ধরনের অসাবধানতা মূলক পদক্ষেপের জেরেই এই রোগে আক্রান্ত হয়েছে শিশুটি।

কর্নাটকে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলল বিরোধী দল কংগ্রেস

English summary
Harlequin-type ichthyosis child bor in Horah amid Coronavrius Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X