For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাসের হারে টেক্কা দুই মেদিনীপুরের, মেধা তালিকাতেও জেলায় জয়ে কলকাতার মাত্র ২

মাধ্যমিকে এবারও পাসের হারে কলকাতাকে পিছনে ফেলে দিল জেলা। এমনকী মেধা তালিকাতেও জেলাই টেক্কা দিল কলকাতাকে। এবার মেধা তালিকায় কলকাতার মাত্র দুজন স্থান পেয়েছে।

Google Oneindia Bengali News

মাধ্যমিকে এবারও পাসের হারে কলকাতাকে পিছনে ফেলে দিল জেলা। এমনকী মেধা তালিকাতেও জেলাই টেক্কা দিল কলকাতাকে। এবার মেধা তালিকায় কলকাতার মাত্র দুজন স্থান পেয়েছে। বাকি ৫৪ জন জেলার ছাত্রছাত্রী। পাসের হারে যখন সবার উপরে দুই মেদিনীপুর, তখন মেধা তালিকায় বাঁকুড়ার স্থান সবার উপরে।

পাসের হারে টেক্কা দুই মেদিনীপুরের, মেধা তালিকাতেও জেলায় জয়ে কলকাতার মাত্র ২

এবার পূর্ব মেদিনীপুর জেলা পাসের হারে সবার উপরে রয়েছে। এই জেলার পাসের হার ৯৬.১৩ শতাংশ। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের পাসের হার ৯১.৭৫ শতাংশ। কলকাতার স্থান তৃতীয়। পাসের হার ৯১.১৩ শতাংশ। আর নতুন জেলা হিসেবে কালিম্পং সেরা আটে উঠে তাক লাগিয়ে দিয়েছে।

[আরও পড়ুন:মাধ্যমিকের ফল! উত্তীর্ণ সবাইকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ][আরও পড়ুন:মাধ্যমিকের ফল! উত্তীর্ণ সবাইকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ]

পাসের হারে উপরের সারিতে রয়েছে কলকাতার উপকণ্ঠের জেলাগুলি। কলকাতার নিচেই রয়েছে দক্ষণ ২৪ পরগনা ৯১.০৭ শতাংশ। উত্তর ২৪ পরগনা ৯০.৮৬ শতাংশ। হুগলি ৮৮.৯৭ শতাংশ এবং হাওড়া ৮৮.১২ শতাংশ। আর তারপরই স্থান কালিম্পংয়ের। তাদের পাসের হার ৮৬.৯৫ শতাংশ।

[আরও পড়ুন: অষ্টম স্থান অধিকার করে উচ্ছসিত প্রেরণা-জুমানারা ][আরও পড়ুন: অষ্টম স্থান অধিকার করে উচ্ছসিত প্রেরণা-জুমানারা ]

এদিকে প্রথম দশের মেধা তালিকায় মোট স্থান পেয়েছে ৫৬ জন ছাত্রছাত্রী। প্রথম স্থানে রয়েছে কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ। দ্বিতীয় স্থান পূর্ব বর্ধমান। কলকাতার মাত্র দুজন স্থান পেয়েছে মেধা তালিকায়। মেধা তালিকায় সপ্তম থেকে কলকাতার মধ্যে প্রথম হয়েছে বরানদর রামকৃষ্ণ মিশনের সার্থক তালুকদার আর দ্বিতীয় হয়েছে টাকি বয়েজের পবিত্র সেনাপতি। পবিত্র মেধা তালিকায় দশম স্থানে রয়েছে।

[আরও পড়ুন:ষষ্ঠ স্থানাধিকারী নিধির পছন্দ ক্রিকেট! প্রিয় ক্রিকেটারটি কে জানেন ][আরও পড়ুন:ষষ্ঠ স্থানাধিকারী নিধির পছন্দ ক্রিকেট! প্রিয় ক্রিকেটারটি কে জানেন ]

English summary
East Midnapur takes first place in Madhyamik result according to pass percentage. Kolkata is in third place. Only two students takes place in merit list of Madhyamik Result,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X