For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ জন বিরোধী বিধায়ক ফোন করছেন দিলীপকে! ভোট শেষের সমীক্ষার পর হাওয়া গেরুয়া পালে

বুথ ফেরত সমীক্ষায় বিজেপি জয়ের ইঙ্গিত পেতেই পাল্টা চাপ দেওয়া শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের উপর। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়করা তাঁকে ফোন করছেন বলে প্রকাশ্যেই জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি।

Google Oneindia Bengali News

বুথ ফেরত সমীক্ষায় বিজেপি জয়ের ইঙ্গিত পেতেই পাল্টা চাপ দেওয়া শুরু করে দিল তৃণমূল কংগ্রেসকে। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়করা তাঁকে ফোন করছেন বলে প্রকাশ্যেই জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে তিনি আরও জানান, লোকসভা ভোটের নিরিখে বিধানসভার অর্ধেকেরও বেশি আসনে এবার তাঁরাই এগিয়ে।

৪০ থেকে ১০০ বিধায়ক

৪০ থেকে ১০০ বিধায়ক

বুথ ফেরত সমীক্ষার পর অনেক বিধায়ক বিজেপির দিকে ঝুঁকে পড়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটের পরই মাস্টারস্ট্রোক দিয়ে দিলীপ ঘোষ জানালেন, তৃণমূল-সহ অন্যান্য দলের অন্তত ১০০ বিধায়ক তাঁকে ফোন করছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অন্তত ৪০ জন বিধায়কের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।

চড়ছে জল্পনার পারদ

চড়ছে জল্পনার পারদ

এদিন দিলীপ ঘোষ বললেন, অনেক বিধায়কই ফোন করতে শুরু করেছেন তাঁকে। শুধু টিএমসি নয়, বিভিন্ন পার্টির এমএলএ-রা তাঁকে ফোন করছেন। ফোন করে খোঁজ নিচ্ছে শরীর ঠিক আছে তো? আমিও জিজ্ঞাসা করছি, তাঁরা কেমন আছেন। কিন্তু কেউ কি শুধু শুধু ফোন করে! ফোন করছে যখন উদ্দেশ্য রয়েছে। তাঁর এই কথায় চড়ছে জল্পনার পারদ।

রাজ্যে তৃণমূল সংখ্যালঘু!

রাজ্যে তৃণমূল সংখ্যালঘু!

দিলীপ ঘোষ তৃণমূলকে নিশানায় আরও একটি বোড়ের চাল দিয়েছেন। তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন, লোকসভা নির্বাচনের পর রাজ্যে তৃণমূল সংখ্যালঘু হয়ে যাবে। তাঁরা প্রায় ১৫০ আসনে শাসক তৃণমূলের থেকে এগিয়ে থাকবেন বলে দাবি। ফলে তৃণমূলের নৈতিক অধিকার নেই রাজ্যের ক্ষমতায় থাকার।

বিজেপির দু'টি টিম সমীক্ষায়

বিজেপির দু'টি টিম সমীক্ষায়

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুধু শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়করা নন, কংগ্রেস ও বামফ্রন্টের বিধায়করাও রয়েছেন সেই তালিকায়। বিজেপির দু'টি দল এই সমীক্ষা চালিয়েছে। একটি কেন্দ্রীয় টিম, আর একটি রাজ্যের টিম। রাজ্যের প্রতিনিধিরা তাদের মূল্যায়ন জমা দিয়েছে বিজেপির কাছে।

১১ থেকে ২৬ আসন

১১ থেকে ২৬ আসন

বুথ ফেরত সমীক্ষায় মমতার রাজ্যে মোদী ঝড়ের ইঙ্গিত মিলেছে। বিজেপি পেতে পারে ১১ থেকে ২৬ আসন এমন ইঙ্গিত দিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলি। তারপর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপি এবার ২৩টি আসনে জিতছেই। আর সেই প্রসঙ্গেই ১৫০ বিধানসভা এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি।

English summary
Dilip Ghosh gives message to change the party for 100 MLAs. BJP internal survey indicates they will remain ahead in 150 assembly seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X