For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী মমতার ঘোষণা মতোই কাজ! শীঘ্রই রাজ্যের বিশেষ পেশার মানুষদের জন্য ক্রেডিট কার্ড

কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড (Kishan Credit Card) ছিল আগেই। ২০২১-এর নির্বাচনী ইস্তেহার মতোই চালু হয়ে গিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit card)। কিন্তু মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষদের জন্য চালু ছিল কিষাণ ক

  • |
Google Oneindia Bengali News

কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড (Kishan Credit Card) ছিল আগেই। ২০২১-এর নির্বাচনী ইস্তেহার মতোই চালু হয়ে গিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit card)। কিন্তু মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষদের জন্য চালু ছিল কিষাণ ক্রেডিট কার্ড। তা পেতে অসুবিধা হওয়ার কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মৎস্যজীবীদের (Fishermen) জন্য আলাদা করে ক্রেডিট কার্ড দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জানা গিয়েছে জানুয়ারির শুরুতেই যে দুয়ার সরকার বসবে, সেখানেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

নির্দেশিকা জারি নবান্নের

নির্দেশিকা জারি নবান্নের

২ জানুয়ারি থেকে পরবর্তী দুয়ারে সরকার কর্মসূচি শুরু হতে চলেছে। সেখানেই মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ডের প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ইতিমধ্যেই মৎস্য দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। যা জেলাশাসক-সহ অন্য আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে দুয়ারে সরকার কর্মসূচিতে থাকবে রাজ্যের মৎস্য দফতরও। মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড দেওয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মৎস্য দফতরের কর্মীরা। সরকারের এই পদক্ষেপে উপকৃত হবেন প্রায় ৩২ লক্ষ মৎস্যজীবী।

তালিকা তৈরি করা হবে প্রতিটি জেলায়

তালিকা তৈরি করা হবে প্রতিটি জেলায়

রাজ্যের মৎস্য দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি জেলার মৎস্য দফতরের আধিকারিকদের এব্যাপারে একটি তালিকা তৈরি করতে হবে। শুধু তাই নয় ১৮ ডিসেম্বরের মধ্যে এই তালিকাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে কতজন করে মৎস্যজীবী রয়েছেন, তার তালিকাও তৈরি করা হবে। সেইভাবেই গ্রাম পঞ্চায়েতগুলিতে দুয়ারের সরকারের শিবিরের আয়োজন করা হবে। আর এর জন্য আবেদন পত্র তৈরির কাজটি করবে রাজ্যের মৎস্য দফতর এবং মৎস্য ডিরেক্টরেট।

এই প্রকল্পে লিঙ্ক করা হবে আধার কার্ড

এই প্রকল্পে লিঙ্ক করা হবে আধার কার্ড

রাজ্যের মৎস্য দফতর এবং মৎস্য ডিরেক্টরেটের তৈরি অবেদন পত্র পাঠিয়ে দেওয়া হবে জেলার ফিসারির অফিসারদের কাছে। সেখান থেকে পর্যপ্ত সংখ্যক আবেদপত্র পাঠানো হবে দুয়ারে সরকারের ক্যাম্পে। এব্যাপারে বিভিন্ন জেলা প্রশাসনও সহযোগিতা করবে। এই প্রকল্পের সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করা হবে।

ঋণের পরিমাণ হতে পারে দু থেকে আড়াই লক্ষ টাকা

ঋণের পরিমাণ হতে পারে দু থেকে আড়াই লক্ষ টাকা

সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে এই ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ হবে দু লক্ষ কিংবা আড়াই লক্ষ টাকার মতো। এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চলতি সপ্তাহের মধ্যেই। নভেম্বরে জেলা সফরে গিয়ে হওয়া এক প্রশাসনিত বৈঠকে মৎস্য সবিচ অত্রি ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ড পাওয়ার নিয়ে অসুবিধার কথা জানিয়েছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড আলাদা করে দিতে।

৭ জেলায় করোনা সক্রিয় রোগী বৃদ্ধি! আক্রান্তে এগিয়ে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা, একনজরে বাংলার জেলাগুলি৭ জেলায় করোনা সক্রিয় রোগী বৃদ্ধি! আক্রান্তে এগিয়ে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা, একনজরে বাংলার জেলাগুলি

English summary
As CM Mamata Banerjee announces for Fishermen Credit card, it will be given from Next Duare Sarkar Programme in January 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X