For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোমকলে খুন, সন্ত্রাসের অভিযোগ : ১৫টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কমিশনে বামেরা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুর্শিদাবাদ, ২১ এপ্রিল : রাজ্যের সবচেয়ে স্পর্শকাতর কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা আসন। সেখানে এদিন সকাল থেকেই দফায় দফায় সন্ত্রাসের অভিযোগ উঠে এল। আর তার ভিত্তিতেই ডোমকলের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বামেরা।

ডোমকল বিধানসভা আসনে এবারে লড়াই হয়েছে সিপিএমের আনিসুর রহমান ও মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি মান্নান হোসেনের পুত্র সৌমিক হোসেনের মধ্যে। হেভিওয়েট দুই প্রার্থীর লড়াইয়ের মাঝেই এলাকায় এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে দাবি বিরোধী দলগুলির।

ডোমকলে খুন, সন্ত্রাসের অভিযোগ : ১৫টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কমিশনে বামেরা

এদিন সকালে সিপিএমের পোলিং এজেন্ট তহিদুল মন্ডল বুথ থেকে বাইরে বেরনোর সময়ে বোমার আঘাতে জখম হন। পরে তাঁকে বেধড়ক মেড়ে অস্ত্র দিয়ে আঘাত করে পায়ের হাড় ভেঙে নৃশংস ভাবে গুলি করে খুন করা হয়। এবারের ভোটের প্রথম বলি হলেন এই তহিদুল।

এই ঘটনাকে সিপিএম-কংগ্রেসের দ্বন্দ্ব বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। অন্যদিকে বাম-কংগ্রেস জোট তহিদুল খুনে সরাসরি আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের দিকে।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরাসরি এই খুনের ঘটনায় দলের কারও জড়িয়ে থাকার কথা নস্যাৎ করেছেন। জানিয়েছেন, পুলিশ বারবার বলেছে, এই ঘটনায় তৃণমূলের কার জড়িয়ে থাকার প্রমাণ পাওয়া যায়নি।

তবে সব দায় তৃণমূলের ঘাড়েই ঠেলেছে সিপিএম। এদিন বাম নেতা সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, ডোমকলের একাধিক বুথে সিপিএম কর্মীরা আক্রান্ত, খুন হয়েছেন। কমিশন এখানে ভোট পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। ফলে এখানকার ১৫টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কমিশনে অভিযোগ জানাবে বামেরা।

অন্যদিকে মুর্শিদাবাদের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, এখানকার স্পর্শকাতর বুথগুলির বিষয়ে কমিশনকে বহুবার জানানো হয়েছে। তবুও কমিশন কোনও ব্যবস্থা নেয়নি।

English summary
CPM urges repoll in 15 booths of Domkol, Murshidabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X