For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার করোনা পজিটিভিটি রেট এখনও ৫০%-এর কাছে! ১৬ জেলায় ২০%-এর ওপরে, একনজরে পরিসংখ্যান

কলকাতায় করোনা ভাইরাসের (Coronavirus) পজিটিভিটি রেট (Positivity Rate) এখনও ৫০ শতাংশের কাছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ১২ জানুয়ারি ১৮ জানুয়ারি সপ্তাহে কলকাতার পজিটিভিটি রেট ৪৭.৪৭%। সব মিলিয়ে ১৬ টি জেল

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় করোনা ভাইরাসের (Coronavirus) পজিটিভিটি রেট (Positivity Rate) এখনও ৫০ শতাংশের কাছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ১২ জানুয়ারি ১৮ জানুয়ারি সপ্তাহে কলকাতার পজিটিভিটি রেট ৪৭.৪৭%। সব মিলিয়ে ১৬ টি জেলার পজিটিভিটি রেট ২০%-এর ওপরে। এই পরিস্থিতিতে স্বস্তি একটাই, ধীরে ধীরে কমছে পজিটিভিটি রেট।

সংক্রমণ কমছে কলকাতায়

সংক্রমণ কমছে কলকাতায়

দিন কয়েক আগেও স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যে দেখা গিয়েছিল কলকাতার করোনা পজিটিভিটি রেট ছিল ৬০ শতাংশের বেশি। তবে সেই গতি এখন কিছুটা কমেছে। ১২ জানুয়ারি ১৮ জানুয়ারি সপ্তাহে কলকাতার পজিটিভিটি রেট কমে হয়েছে ৪৭.৪৭ শতাংশ। অন্যদিকে যে বীরভূমে পজিটিভিটি রেট ছিল প্রায় ৪৭ শতাংশের মতো, ছিল কলকাতার ঠিক পিছনেই, সেখানেো পজিটিভিটি রেট কিছুটা কমেছে। এই মূহূর্তে পজিটিভিটি রেটে দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ।

১৬ জেলায় পজিটিভিটি রেট ২০%-এর ওপরে

১৬ জেলায় পজিটিভিটি রেট ২০%-এর ওপরে

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, কলকাতা-সহ রাজ্যের ১৬ জেলায় করোনা পজিটিভিটি রেট ২০ শতাংশের ওপরে। পজিটিভিটি রেটের নিরিখে বেশি থেকে কম পরপর রাখলে দেখা যাবে, কলকাতা (৪৭.৪৭%), মালদহ (৪০.৫৩%), বীরভূম (৪০.৪৬%), হাওড়া (৩৩.৮৩%), দার্জিলিং (৩৩.৪৮%), পশ্চিম বর্ধমান (৩০.১৭%), বাঁকুড়া (২৯.৪৯%), উত্তর দিনাজপুর (২৯.৩৭%), পূর্ব বর্ধমান (২৮.৭৬%), উত্তর ২৪ পরগনা (২৬.৩১%), কালিম্পং (২৫%), জলপাইগুড়ি (২৪.১৮%), ঝাড়গ্রাম (২৩.৯৪%), পুরুলিয়া (২৩.০১%), নদিয়া (২০.৩৮%), মুর্শিদাবাদ (২০.১৮%)।

১০%-এর ওপরে থাকা জেলাগুলি

১০%-এর ওপরে থাকা জেলাগুলি

যেসব জেলায় করোনা পজিটিভিটি রেট ১০ %-এর ওপরে রয়েছে, সেগুলি হল হুগলি (১৭.৯৭%), দক্ষিণ দিনাজপুর (১৭.২৪%), পশ্চিম মেদিনীপুর (১৬.৫৪%), দক্ষিণ ২৪ পরগনা (১৩.৩৯%) এবং আলিপুরদুয়ার (১২.৩৮%)। গঙ্গাসাগর মেলা এবং বছরের শুরুতে ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের কারণে সাম্প্রতিক সময়ে চর্চার কেন্দ্রে উঠে এসেছিল দক্ষিণ ২৪ পরগনা। সেই জেলাতেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। রাজ্যের দুটি জেলা পূর্ব মেদিনীপুর (৭.৫৭%) এবং কোচবিহারে (৬.২২%) পজিটিভিটি রেট ১০ শতাংশের নিচে। উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে সাতটির পজিটিভিটি রেট ১০ শতাংশের ওপরে রয়েছে।

রাজ্যে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

রাজ্যে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ১৮ জানুয়ারির হেলথ বুলেটিনে যেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে ১০,৪৩০ এবং ৩৪, সেখানে ১৯ জানুয়ারির বুলেটিনে দেখা যাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ১১,৪৪৭ এবং ৩৮। তবে এই রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবারের (১৯.৩৮%) তুলনায় বুধবার (১৬.৯৮%) রাজ্যে পজিটিভিটি রেট ২.৪০ শতাংশ কমেছে।

Weather Update: বৃষ্টির আগে চলছে তাপমাত্রার হেরাফেরি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

English summary
Coronavirus positivity rate of Kolkata is near to 50%, in another 15 districts it is more than 20% in 12-18 Jan wk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X