For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইকোর মামলায় মদন মিত্রকে তলব, ডাকা হল তৃণমূল বিধায়কের ছেলেকেও

আইকোর মামলায় মদন মিত্রকে তলব, ডাকা হল তৃণমূল বিধায়কের ছেলেকেও

Google Oneindia Bengali News

আইকোর চিটফান্ড মামলার তদন্তে এবার তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রকে তলব করল সিবিআই। তাঁকে জেরা করতে চেয়ে নোটিস পাঠিয়েছে সিবিআই। একই সঙ্গে মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকেও তলব করেছে সিবিআই। আজই কামারহাটির বিধায়ককে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তবে তৃণমূল বিধায়কের দাবি তিনি এখনও কোনও নোটিস পাননি। সেটা হাতে পেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

এর আগে আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই। পর পর তিনবার সিবিআই হাজিরা এড়িয়ে যান তৃণমূল কংগ্রেসের মহাসচিব। শেষ পর্যন্ত সিবিআই আধিকারীকরা শিল্পসদনে তাঁর দফতরে গিয়ে জেরা করেছিলেন। প্রায় ৯ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য আইকোর চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। অন্যদিকে মানস ভুঁইয়াকেও তাঁর দফতরে গিয়ে জেরা করেছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারীকরা।

পার্থ চট্টোপাধ্যায়কে তলব

পার্থ চট্টোপাধ্যায়কে তলব

এর আগে আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই। পর পর তিনবার সিবিআই হাজিরা এড়িয়ে যান তৃণমূল কংগ্রেসের মহাসচিব। শেষ পর্যন্ত সিবিআই আধিকারীকরা শিল্পসদনে তাঁর দফতরে গিয়ে জেরা করেছিলেন। প্রায় ৯ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য আইকোর চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। অন্যদিকে মানস ভুঁইয়াকেও তাঁর দফতরে গিয়ে জেরা করেছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারীকরা।

মদন মিত্রকে তলব

মদন মিত্রকে তলব

তারপরে ফের মদন মিত্রকে তলব নিয়ে জল্পনা বেড়েছে। আগামিকাল মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। দুই জনের বিরুদ্ধেই আইকোর চিটফান্ড মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে আইকোর সংস্থার একাধিক প্রোডাক্ট লঞ্চের অনুষ্ঠানে দেখা গিয়েছিল মদন মিত্রকে। কাজেই তাঁকে কেন ডাকা হয়েছিল। সংস্থার সঙ্গে তাঁর কেমন যোগাযোগ ছিল তা জানতে চাওয়া হয়েছে। ভবানীপুর উপনির্বাচনের প্রচারের আজ শেষ দিন। সেই দিনই মদন মিত্রকে সিবিআই তলব করায় রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

নারদ কাণ্ডে জামিন

নারদ কাণ্ডে জামিন

এর আগে নারদ মামলাতে দীর্ঘদিন জেলে ছিলেন মদন মিত্র। পরে জামিনে ছাড়া পেয়ে রাজনীতে আসেন। একুশের বিধানসভা ভোটের পরেও মদন মিত্রকে নারদ মামলার তদন্তে গ্রেফতার করেছিল সিবিআই। তৃণমূল কংগ্রেসের ৫ নেতামন্ত্রীও গ্রেফতার হয়েছিলেন। সকলকেই প্রথমে গৃববন্দি রাখার নির্দেশ দিয়েছিল আদালত। পরে হাইকোর্টে তাদের জামিনে মুক্তি দেয়। এখনও দেশ ছেড়ে যাওয়ার অনুমতি নেই তাঁদের। একই সঙ্গে প্রকাশ্যে নারদ মামলা নিয়ে কোনও মন্তব্য তিনি করতে পারবেন না বলে আদালত নির্দেশ দিয়েছে।

ভবানীপুরে নির্বাচন

ভবানীপুরে নির্বাচন

ভবানীপুরে উপ নির্বাতনের দায়িত্বে রয়েছেন মদন মিত্র। একাধিকবার তাঁকে অভিনব প্রচার করতে দেখা গিয়েছে। কখনও কালো ঘোড়ায় চড়ে প্রচার করেছেন। কখনও চায়ের দোকান দিয়ে প্রচার করেছেন আবার কখনও গান গেয়ে প্রচার করতে দেখা গিয়েছে মদন মিত্রকে। সম্প্রতি তিনি মিউজিক অ্যালবমও বের করেছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Icore Chit Fund case update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X