For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনে সহজ জয় জকোভিচের, টয়লেট ব্রেকের ভিডিও ভাইরাল

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে গিয়ে নজিরবিহীন অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয়েছিল নোভাক জকোভিচকে। করোনা ভ্যাকসিন না নেওয়ায় তাঁকে এই গ্র্যান্ড স্ল্যামে নামতে দেওয়া হয়নি। আটকে রাখা হয়েছিল। পরে আইনি লড়াই চালিয়েও দেশে ফিরতে হয়েছিল জোকারকে। অস্ট্রেলিয়ান ওপেনে সফলতম জকোভিচ এবার অভিযান শুরু করলেন দাপুটে জয় দিয়েই।

জকোভিচের সহজ জয়

জকোভিচের সহজ জয়

২১টি সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যামজয়ী তথা ৯ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নের প্রথম রাউন্ডের খেলা ছিল স্পেনের রবার্তো কারবালেস বায়েনার বিরুদ্ধে। জকোভিচ জিতলেন ৬-৩, ৬-৪, ৬-০ সেটে। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় এই নিয়ে টানা ২২টি ম্যাচ জিতলেন জকোভিচ। তিনি ২০১৯, ২০২০ ও ২০২১ সালেও অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতেছিলেন। তবে গত বছর খেলতে পারেননি। এবারের জয় পেয়ে তাই তিনি খুশি। জকোভিচ বলেন, কোনও কোর্টে যত বেশি জেতা যায় ততই স্বস্তি অনুভব করা যায়। আমি ভাগ্যবান এখানে এতগুলি ম্যাচ জেতার জন্য। বিশেষ করে রাত্রিকালীন ম্যাচে। আমি বরাবর রাতে এই কোর্টকেই বেছে নিতে চাই।

টয়লেট ব্রেক

জকোভিচের টয়লেট ব্রেকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে তিনি চেয়ার আম্পায়ারকে টয়লেট ব্রেকের কথা বলে তাঁর নির্দেশের অপেক্ষা না করেই কোর্ট ছাড়েন জকোভিচ। প্রথম সেটের খেলা তখনও শেষ হয়নি। পাঁচটি গেম হয়েছিল। ব্রেক পয়েন্ট বাঁচিয়ে নিজের সার্ভ ধরে রেখে জকোভিচ তখন এগিয়ে ৩-২ ব্যবধানে। চেয়ার আম্পায়ার অরেলি তুরতেকে জকোভিচ বলেন, তিনি টয়লেট ব্রেক নেবেন। চেয়ার আম্পায়ার অনুমতি দিতে চাননি। কিন্তু তার পরোয়া না করেই বেরিয়ে যান জোকার। তিনি জকোভিচকে প্রথমে ১৫ সেকেন্ড, পরে ৩০ সেকেন্ডের মধ্যে কোর্টে ফিরতে বলেন। দ্রুত কোর্টে ফেরার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে না এলে পেনাল্টি দিতে বাধ্য থাকবেন। কিন্তু দেখা যায়, কয়েক সেকেন্ড পরেই তিনি কোর্টে ফিরে আসেন।

মারের কষ্টার্জিত জয়, জিতলেন রুডও

অ্যান্ডি মারে দ্বিতীয় রাউন্ডে উঠলেন কষ্টার্জিত জয় ছিনিয়ে নিয়ে। মাত্তেও বেরেত্তিনিকে তিনি হারালেন পাঁচ সেটের লড়াইয়ে। খেলার ফল ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-৭ (৭-৯), ৭-৬ (১০-৬)। পাঁচ ঘণ্টার কাছাকাছি সময় ধরে চলে খেলাটি। ২০১৭ সালের পর এই প্রথম বিশ্বের প্রথম কুড়ির মধ্যে থাকা কোনও প্লেয়ারকে হারালেন মারে। ক্যাসপার রুড হারিয়ে দিয়েছেন টমাস ম্যাকহ্যাককে। দ্বিতীয় বাছাই রুড জেতেন ৬-৩, ৭-৬ (৮-৬), ৬-৭ (৭-৫), ৬-৩ সেটে।

জাবেউর জিতলেন আশঙ্কা তৈরি করে

মহিলাদের সিঙ্গলসে ওন্স জাবেউরের অবশ্য ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও শেষ অবধি স্লোভেনিয়ার তামারা জিদানসেককে হারিয়ে দেন দুবারের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্ট। খেলার ফল ৭-৬ (১০-৮), ৪-৬, ৬-১। ক্যারোলিন গার্সিয়া ও আরিনা সাবালেঙ্কাও জয় পেয়েছেন। ১৭ বছরের চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় লিন্ডা ফ্রুহভিরতোভা অস্ট্রেলিয়ার জেইমি ফোরলিসকে ৬-০, ৬-৪ ব্যবধানে হারিয়ে দিয়েছেন প্রথম রাউন্ডে।

English summary
Australian Open 2023: Novak Djokovic Wins First Round Match In 3 Sets, Andy Murray Wins 5-Set Thriller. Ons Jabeur And Casper Ruud Also Secure Win.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X