For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রত-মামলায় বিচারককে হুমকি চিঠি! তৃণমূলের কর্মী ইউনিয়নের নেতাকে জিজ্ঞাসাবাদে সূত্র, গ্রেফতার আইনজীবী

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের শুনানির মামলায় আসানসোল (Asansol) আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি (threat letter) নিয়ে শোরগোল পড়ে গিয়েছিলেন। চিঠিতে বলা হয়েছিল গরু পাচার (Cow smuggling) কাণ

  • |
Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের শুনানির মামলায় আসানসোল (Asansol) আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি (threat letter) নিয়ে শোরগোল পড়ে গিয়েছিলেন। চিঠিতে বলা হয়েছিল গরু পাচার (Cow smuggling) কাণ্ডে অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারককে মাদক মামলায় ফাঁসানো হবে। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করল বর্ধমান আদালতের এক আইনজীবীকে (lawyer) । তাঁর নাম সুদীপ্ত রায়। এদিন তাঁকে আদালতে তোলা হবে।

গাঁজার কেস দেওয়ার হুমকি চিঠি

গাঁজার কেস দেওয়ার হুমকি চিঠি

গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। তিনি রয়েছেন আসানসোল জেলে। দিন কয়েক আগে ২০ অগাস্ট আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী একটি হুমকি চিঠি পান। সেখানে বলা হয়েছিল অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে তাঁকে গাঁজার কেসে ফাঁণসানো হবে। সেই চিঠির প্রেরক হিসেবে পূর্ব বর্ধমান আদালতের এগজিকিউটিভ আদালতের আপার ডিভিশন ক্লার্ক তথা তৃণমূলের কর্মী ইউনিয়নের নেতা বাপ্পা চট্টোপাধ্যায়ের নাম ও সই ছিল। বিষয়টি কলকাতা হাইকোর্টের রেডিস্ট্রারকেও জানিয়েছিলেন ওই বিচারক।

অনুব্রত বলেছিলেন, বিজেপি করেছে

অনুব্রত বলেছিলেন, বিজেপি করেছে

সাধারণভাবে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে অনুব্রত মণ্ডলের মুখে গাঁজার কেস দিয়ে বিরোধীদের ফাঁসানোর হুঁশিয়ারি শোনা গিয়েছিল বারে বারে। আর অনুব্রত মণ্ডল জেলে ঢোকার পরে একের পর এক বিরোধী শুধু নয়, তৃণমূলের নেতা-কর্মীরা তাঁদেরকে গাঁজার কেস দিয়ে জেলে পাঠানোর কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। সেরকমই এক চিঠি পেয়েছিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এই চিঠির ব্যাপারে অনুব্রত মণ্ডলের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। সেই সময় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বলেছিলেন, এই কাজ করেছে বিজেপি। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছিল।

গ্রেফতার আইনজীবী

গ্রেফতার আইনজীবী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমকি চিঠি নিয়ে তদন্ত চালাচ্ছিল আসানসোলের পুলিশ। সেমবার আসানসোল আদালতে গিয়েছিলেন আইনজীবী সুদীপ্ত রায়। সেই সময় তাঁকে গ্রেফতার করে আসানসোলের পুলিশ। সেখানকার পুলিশ কমিশনার সুধীর কুমার জানিয়েছেন, বর্ধমান আদালতের আইনজীবী সুদীপ্ত রায়কে গ্রেফতার করা হয়েছে। তাঁকে মঙ্গলবার আদালতে হাজির করানো হবে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে নেওয়ার আবেদনও জানাবে পুলিশ। পুলিশের দাবি সুদীপ্ত রায়ের কাছ থেকে পূর্ব বর্ধমান আদালতের এগজিকিউটিভ আদালতের আপার ডিভিশন ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়ের একটি আধার কার্ড মিলেছে। যেটি নকল বলেও জানা গিয়েছে।

তৃণমূলের কর্মী ইউনিয়নের নেতাকে জিজ্ঞাসাবাদে সূত্র

তৃণমূলের কর্মী ইউনিয়নের নেতাকে জিজ্ঞাসাবাদে সূত্র

পূর্ব বর্ধমান আদালতের এগজিকিউটিভ আদালতের আপার ডিভিশন ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায় সেখানকার তৃণমূলের কর্মী ইউনিয়নের নেতাও। চিঠির প্রেরক হিসেবে নাম থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় বাপ্পা দাবি করেন সুদীপ্ত রায় নামে বর্ধমান আদালতের আইনজীবী দিন দুয়েক আগে তাঁকে হুমকি দিয়েছিলেন, বলেছিলেন চাকরি খাবেন। চিঠি পাওয়ার পরে তাঁর অনুমান, সুদীপ্তই এই চিঠি পাঠিয়ে থাকতে পারে। এরপরেই গ্রেফতার করা হয় ওই আইনজীবীকে।

Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ৮ জেলায় ভারী বৃষ্টিরপাতের পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়াWeather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ৮ জেলায় ভারী বৃষ্টিরপাতের পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া

English summary
Police detains a lawyer involving in sending threat letter to judge demanding release of Anubrata Mondal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X