For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

By Election: 'ও মানুষের জন্য কাজ করতে চায়', বোন অগ্নিকে জেতানোর আবেদন দাদা মিঠুনের

সামনেই বাংলার কেন্দ্রে উপনির্বাচন। আগামী ১২ এপ্রিল ভোট হবে আসানসোল লোকসভা কেন্দ্রে এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। দুটি কেন্দ্রেই কার্যত বিজেপি এবং তৃণমূলের কাছে প্রেস্টিজিয়াস ফাইট। আর তাই একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে শ

  • |
Google Oneindia Bengali News

সামনেই বাংলার কেন্দ্রে উপনির্বাচন। আগামী ১২ এপ্রিল ভোট হবে আসানসোল লোকসভা কেন্দ্রে এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। দুটি কেন্দ্রেই কার্যত বিজেপি এবং তৃণমূলের কাছে প্রেস্টিজিয়াস ফাইট। আর তাই একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক-বিরোধী কোনও পক্ষই।

দুই কেন্দ্রেই তৃণমূলের তাস 'বিদ্রোহী' দুই প্রাক্তন বিজেপি নেতা। বালিগঞ্জ কেন্দ্র থেকে লড়ছেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে আসানসোল লোকসভায় তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

জায়গা ছাড়ছে না বিজেপি-

জায়গা ছাড়ছে না বিজেপি-

বিদ্রোহী দুই প্রাক্তন বিজেপি নেতাকে দুই কেন্দ্রে তৃণমূল দাড় করালেও যোগ্য ফাইট দিচ্ছেন আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এবং বালিগঞ্জে কেয়া ঘোষ। আসানসোল বিজেপির শক্তঘাঁটি। এই কেন্দ্রে থেকেই দুবার বাবুল সুপ্রিয় সাংসদ ছিলেন। এমনকি আসানসোল থেকে বিধায়কও পেয়েছে বিজেপি। ফলে নিজেদের জায়গা ধরে রাখতে একেবারে মাঠে নেমে লড়াই করছেন অগ্নিমিত্রা। আর তাঁকে সাপোর্ট করতে ফের একবার ময়দানে মিঠুন চক্রবর্তী।

বোনকে জেতানোর বার্তা মহাগুরুর-

বোনকে জেতানোর বার্তা মহাগুরুর-

অগ্নিমিত্রাকে জেতানোর বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী। বিধানসভা নির্বাচনের পর থেকে সেভাবে আর দেখা যায়নি তাঁকে। এমনকি বঙ্গ বিজেপির মুখোমুখি হননি মিঠুন। ফের একবার রাজনীতির ময়দানে তিনি। দিলেন ভিডিও বার্তা। আসানসোল লোকসভার উপনির্বাচনে প্রচারে আসার কথা ছিল মিঠুনের। কিন্তু শারীরিক অসুস্থতা থাকায় সেটা সম্ভব হয়নি। কিন্তু বোনকে জেতানোর বার্তা দিলেন দাদা মিঠুন। কেন তাঁকে ভোট দেবেন সে বিষয়ে ব্যাখ্যা শোনা গেল মিঠুনের বার্তায়।

মানুষের হয়ে কাজ করবেন অগ্নিমিত্রা

মানুষের হয়ে কাজ করবেন অগ্নিমিত্রা

অগ্নিমিত্রার হয়ে ভোট চাইলেন মিঠুন চক্রবর্তী। শুধু তাই নয়, ও যে মানুষের হয়ে কাজ করবে সেই গ্যারিন্টিও কার্যত নিলেন তিনি। মিঠুন বললেন, অনেক সম্পর্ক দেখেছেন। কিন্তু অগ্নিমিত্রা'র সঙ্গে তাঁর দাদা-বোনের সম্পর্ক। আর সেটা ও রাখতে পারে। স্বার্থ ছাড়াই প্রতি মুহূর্তে তাঁর খোঁজ নেন অগ্নিমিত্রা। শুধু তাই নয়, ও টাকা জন্যে রাজনীতিতে আসেনি বলেও দাবি মিঠুনের। বলেন, ''অগ্নি ভাল ঘর থেকে এসেছে। ওঁর কোনও অর্থের প্রয়োজন নেই। ও মানুষের জন্য কাজ করতে চায়। শুধু তাই নয়, মানুষকে ভয় না পেয়ে এগিয়ে আসার বার্তাও দেন দাদা।

তীব্র কটাক্ষ তৃণমূলের

তীব্র কটাক্ষ তৃণমূলের

ফের একবার বিজেপির হয়ে ময়দানে মহাগুরু! কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল। এদিন এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, দেখে কিংবা ঠেকে কিছুতেই শিখছেন না মিঠুনদা। ওনার মতো একটা মানুষ বিধানসভায় বলে বেড়াচ্ছেন মারব এখানে লাশ পড়বে শ্মসানে। উনি জল ঢোরা সাপ বলেও কটাক্ষ তৃণমূল নেতার। বিষয়টি মোটেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

English summary
Mithun Chakraborty demands vote for BJP Candidate Agnimitra Paul for Asansol by election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X