For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঞ্চনজঙ্ঘার পারে কফি হাউসে অন্য মেজাজে ধরা দিলেন মমতা, মাতলেন গানের আড্ডায়

কাঞ্চনজঙ্ঘার পারে কফি হাউসে অন্য মেজাজে ধরা দিলেন মমতা, মাতলেন গানের আড্ডায়

Google Oneindia Bengali News

পাহাড় সফরে একেবারে অন্য মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কাফে হাউসের উদ্বোধনে গাইলেন গান। সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কফি হাউসে আড্ডায় মাতলেন তাঁর সুরে সুর মিলিয়ে ধরলেন রবীন্দ্র সঙ্গীত। জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়ে একেবারে খোশ মেজাজে ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

কফি হাউসের উদ্বোধনে আড্ডায় মাতলেন মমতা

কফি হাউসের উদ্বোধনে আড্ডায় মাতলেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে মাত্র তিন মাসের মধ্যে দার্জিলিংয়ে তৈরি হয়েছে রুফটপ ক্যাফে 'কাফে হাউস'। মঙ্গলবার এই নতুন কফি হাউসের উদ্বোধনে গিয়ে আড্ডায় মাতলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে বসে কলকাতায় স্বাদ পেতে হলে আসতেই হবে এই কাফে হাউসে। এই কাফে হাউসে চায়ের পেয়ালায় তুফান তুলবেন পাহাড়বাসী। আসবেন দেশ-বিদেশের পর্যটকরাও।

রুফটপ কাফেতে অন্য মেজাজে ধরা দিলেন মমতা

রুফটপ কাফেতে অন্য মেজাজে ধরা দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল পাহাড়কে প্রাণোচ্ছ্বল দেখা। সেই পাহাড় হাসছে। পাহাড়ের মেঘ কেটে গিয়েছে। মুখ্যমন্ত্রী এমনই এক পাহাড়ের স্বপ্ন দেখেছিলেন। বাংলার মাথায় যে পাহাড় তাজ হয়ে থাকবে। সেই পাহাড়ে শান্তিপূর্ণ নির্বাচন শেষে ১০ বছর পর জিটিএ গঠন হয়েছে। তারই শপথগ্রহণ অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবার রুফটপ কাফেতে অন্য মেজাজে ধরা দিলেন।

কফির কাপে চুমুক আর শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা

কফির কাপে চুমুক আর শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা

পাহাড় সফরে এসে কাফে হাউস তৈরির প্রস্তাব দেওয়ার পর তা তৈরি হয়ে গিয়েছে। তৈরি করে দিয়ে গিয়েছিলেন থিম সং। বলেছিলেন পর্যটক টানতে পাহাড়ে রুফটপ কাফের গ্রহণযোগ্যতা থাকবে সব শ্রেণির মানুষের কাছে। এই রুফটপ কাফে থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কফির কাপে চুমুক দিতে দিতে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখার আমেজই আলাদা।

গানও ধরলেন মমতা, সাহেবের সঙ্গে মেলালেন গলা

গানও ধরলেন মমতা, সাহেবের সঙ্গে মেলালেন গলা

এই সুন্দর পরিবেশ মুখ্যমন্ত্রী এদিন জমিয়ে দিলেন। মাত্র তিন মাসের মধ্যে তৈরি হওয়া রুটফট কাফেতে বসে তিনি শুধু কাঞ্চনজঙ্ঘা দর্শন করলেন না, চায়ের কাপে চুমুক দিয়ে গানও ধরলেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চায়ের আড্ডায় অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বাঙালি গায়ক ও অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও। সেই সাহেবের অনুরোধে গানও ধরলেন মমতা। সাহেবের সঙ্গে মেলালেন গলা। একেবারে ভিন্ন পরিবেশ তৈরি হয়ে গেল নিমেষে।

মান্না দে’র গানের কথা মাথায় রেখেই কফি হাউস পাহাড়ে

মান্না দে’র গানের কথা মাথায় রেখেই কফি হাউস পাহাড়ে

সাহেব অনুরোধ করেন বাংলার মুখ্যমন্ত্রীকে একটা গান শোনানোর জন্য। তাঁর অনুরোধেই সাহেবের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত ধরলেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্র সঙ্গীতের সুর-মূর্ছনায় কাফে হাউস তখন রাজনীতি থেকে অনেক দূরে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের সুর তখন মিলেমিশে একাকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতার কফি হাউস আর মান্না দে'র গানের কথা মাথায় রেখেই দার্জিলিংয়ে ক্যাফে তৈরির কথা বলেছিলাম।

কারোর কথায় পাহাড়কে অশান্ত হতে দেবেন না, GTA-শপথের অনুষ্ঠানে বার্তা মমতারকারোর কথায় পাহাড়কে অশান্ত হতে দেবেন না, GTA-শপথের অনুষ্ঠানে বার্তা মমতার

English summary
Mamata Banerjee sings a song in Coffee house of Darjeeling with singer Saheb Chatterjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X